উগান্ডার ২ জেলায় ইবোলা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে

উগান্ডার মুবেন্ডেতে সন্দেহভাজন ইবোলা রোগীদের নিয়ে একটি আইসোলেশন সেন্টারের ভিতরে ডাক্তাররা কাজ করছেন, ২৭ অক্টোবর, ২০২২ ।

শনিবার উগান্ডার প্রেসিডেন্ট ইবোলা প্রাদুর্ভাবের কেন্দ্রে দুটি জেলায় ছয় সপ্তাহের লকডাউন মেয়াদ বাড়িয়েছেন। এই সংক্রমণের ফলে ৫৫ জন প্রাণ হারিয়েছে। তবে প্রেসিডেন্ট জানিয়েছেন, এর বিস্তার রোধ করার চেষ্টা চলছে।

২০ সেপ্টেম্বর প্রাদুর্ভাব ঘোষণা করার পর থেকে, ইবোলা উগান্ডা জুড়ে ছড়িয়ে পড়েছে। রাজধানী কাম্পালাতেও তা পৌঁছেছে। যদিও এই সপ্তাহে স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, কেসের সংখ্যা হ্রাস পাচ্ছে।

প্রাদুর্ভাবের সর্বোচ্চ স্থলে থাকা দুটি কেন্দ্রীয় জেলা, মুবেন্ডে এবং কাসান্ডাতে ১৫ অক্টোবর রাষ্ট্রপতি ইয়োওয়েরি মুসেভেনি ২১ দিনের জন্য লকডাউন করেছিলেন।

সন্ধ্যা থেকে ভোরের কারফিউ, ব্যক্তিগত ভ্রমণের উপর নিষেধাজ্ঞা এবং বাজার, বার এবং গির্জা বন্ধ সহ পদক্ষেপগুলি ১৫ নভেম্বর আরও ২১ দিন বাড়ানো হয়েছিল।

শনিবার মুসেভেনি মুবেন্ডে এবং কাসান্ডার উপর লকডাউন ২১ দিনের জন্য পুনঃনির্ধারণ করার নির্দেশ দিয়ে পরিস্থিতিকে "এখনও ভঙ্গুর" হিসাবে বর্ণনা করেছেন।

তিনি একটি জাতীয় ভাষণে জনসাধারনের উদ্দেশ্যে পরিস্থিতির গুরুত্ব বুঝে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, এখন সবকিছু উন্মুক্ত করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এতদিনের এই অর্জন বৃথা যাবে।

ডাব্লিউএইচও-র মানদণ্ড অনুযায়ী, এই রোগের প্রাদুর্ভাব তখনই শেষ হয় যখন টানা ৪২ দিন ধরে কোনও নতুন কেস থাকে না । এটি ইবোলার ইনকিউবেশন পিরিয়ডের দ্বিগুণ।

স্বাস্থ্যমন্ত্রী জেন রুথ এচেং, এ সপ্তাহে এএফপিকে জানান, নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যা কমছে এবং উগান্ডার এই লড়াইয়ে "জয়ী" হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে।

উগান্ডার ডব্লিউএইচও অফিস বৃহস্পতিবার জানিয়েছে, ২২ নভেম্বর পর্যন্ত কাম্পালায় নয় দিন, মুবেন্ডেতে ১০ দিন এবং কাসান্ডায় ১২ দিন পর্যন্ত নতুন কোনো সংক্রমণের ঘোষণা হয়নি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রক শুক্রবার জানিয়েছে, এই প্রাদুর্ভাবে ১৪১ টি কেসের মধ্যে ৫৫ জনের মৃত্যু হয়েছে।

ইবোলা ছড়িয়ে পড়ে শারীরিক তরলের মাধ্যমে। সাধারণ লক্ষণগুলি হল জ্বর, বমি বমি ভাব, রক্তপাত এবং ডায়রিয়া। এখনো এর কোন ভ্যাকসিন আবিষ্কার হয়নি।