কঙ্গো রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচী ঘোষণা করেছে

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের মানচিত্র

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলেছে যে তাদের দেশে ২০২৩ সালের ২০ ডিসেম্বর রাষ্ট্রপতি এবং সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এর ফলে মধ্য আফ্রিকার দেশটিতে এক বছরের জটিল প্রস্তুতি শুরু হবে। দেশটির বড় অংশ মিলিশিয়ার সহিংসতার কবরে রয়েছে।

শনিবার কিনশাসায় একটি অনুষ্ঠানে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচনী সংস্থা সিইএনআই নির্বাচনী চ্যালেঞ্জের রূপরেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে, হাজার হাজার মাইল দূরে ব্যালট সামগ্রী পরিবহনের রসদ পৌঁছানো, ইবোলা এবং কোভিড-১৯ এর মত স্বাস্থ্য উদ্বেগ এবং অশান্তি যা কয়েক হাজার মানুষকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এছাড়াও রয়েছে আরো বেশ কয়েকটি চ্যালেঞ্জ।

কিন্তু ৮ কোটি মানুষের দেশে সরকার সময়সূচি মেনে চলার অঙ্গীকার করেছে।

সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া বলেছেন, "এটি সাংবিধানিক সময়সীমার ব্যাপারে আলোচনার প্রশ্ন নয়, এটি আমাদের তাদের সম্মান করার এবং আমাদের গণতন্ত্রকে সুসংহত করার প্রশ্ন।”

তিনি বলেন যে নির্বাচনের জন্য প্রায় ৬০ কোটি ডলার খরচ হবে, যার মধ্যে ৪০ কোটি ৫০ লক্ষ ডলারের বেশি ইতোমধ্যে বাজেট করা হয়েছে।