গার্মেন্টস কর্মী ও পরিবারের জন্য কেন্দ্রীয় তহবিল থেকে ২১ কোটি ৬৫ লাখ টাকার আর্থিক সহায়তা

বাংলাদেশের শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পে কর্মরত ৩ হাজার ৪২৮ জন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের শ্রম কল্যাণের কেন্দ্রীয় তহবিল থেকে মোট ২১ কোটি ৬৫ লাখ টাকার আর্থিত সহায়তা দেওয়া হবে।

এ তহবিলের উদ্দেশ্য হলো চাকরিকালে যারা মারা গেছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, আহত শ্রমিকদের চিকিৎসা দেওয়া এবং পোশাক শ্রমিকদের মেধাবী সন্তানদের পুরস্কৃত করা।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে শ্রম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় তহবিলের ১৮তম বোর্ড সভায় তালিকা ও তহবিল অনুমোদন করা হয়।

সহায়তার জন্য তালিকাভুক্তদের মধ্যে বিজিএমইএর ৪৯৫ জন এবং বিকেএমইএর ২৪১ কর্মীকে মৃত্যু ও স্থায়ী পঙ্গুত্বজনিত কারণে ১৪ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা এবং বিজিএমইএ ও বিকেএমইএর ২ হাজার ৪০ কর্মীকে ৫ কোটি ৬৮ লাখ ১৬ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

এ ছাড়া শ্রমিকদের ৬৫২ মেধাবী সন্তানকে শিক্ষা সহায়তা হিসেবে ১ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হবে।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, রপ্তানিকৃত পণ্যের মূল্যের ০ দশমিক ৩ শতাংশ সরাসরি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় তহবিলে জমা হয়।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. এহসান এলাহী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক মোল্লা জালাল উদ্দিন ও বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।