নেতানিয়াহুকে সরকার গঠনের ম্যান্ডেট দিলেন ইসরাইলের প্রেসিডেন্ট

ইসরাইলের লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু (বামে), এবং রাষ্ট্রপতি আইজাক হারজোগ পোডিয়ামে দাঁড়িয়ে। জেরুসালেম, ১৩ নভেম্বর, ২০২২।

ইসরাইলের প্রেসিডেন্ট রবিবার বেনিয়ামিন নেতানিয়াহুকে পরবর্তী সরকার গঠনের অনুমতি দিয়েছেন। ১ নভেম্বরের নির্বাচনের পর প্রাক্তন প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি স্থিতিশীল ডানপন্থী কোয়ালিশন গঠনের সুযোগ পান।

প্রেসিডেন্ট আইজাক হারজোগ জেরুজালেমে একটি অনুষ্ঠানে বলেন যে তিনি নেতানিয়াহুকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। নেতানিয়াহু গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত ইসরাইলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী।

হারজোগ বলেন, দলীয় নেতাদের সঙ্গে তার পরামর্শের পর, " ফলাফল স্পষ্ট, সরকার গঠনের দায়িত্ব অবশ্যই বেনিয়ামিন নেতানিয়াহুকে অর্পণ করতে হবে।"

দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর চলমান বিচারের কথা উল্লেখ করেন হারজোগ। ডানপন্থী নেতা নেতানিয়াহু ঐসব অভিযোগ অস্বীকার করেন ।

তবে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক উদাহরণটিতে স্পষ্ট যে নেতানিয়াহু অভিযোগের বিরুদ্ধে লড়াই করতে করতেও, প্রধানমন্ত্রী হিসাবে কাজ করতে পারেন।