বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ: একদিনে ছয় মৃত্যু, মোট প্রাণহানি ১৯৯

ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী

বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার (১২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায়, আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৯৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৯১৮জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ৫৩০ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৩৮৮ জন ভর্তি হয়েছেন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে।

বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে এখন চিকিৎসাধীন আছেন তিন হাজার ২৭৫ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে, ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দুই হাজার ২৪ জন। অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন এক হাজার ২৫১ জন রোগী।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৭ হাজার ৬৭০জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে, ঢাকায় ৩১ হাজার ৩১২জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৩৫৮জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৪৪ হাজার ১৯৬জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে, ২৯ হাজার ১৬৯ জন ঢাকার এবং বাকি ১৫ হাজার ২৭জন ঢাকার বাইরের বাসিন্দা।