সোমালিয়ার সামরিক বাহিনী বলছে, তারা মধ্য সোমালিয়ার একটি শহরের উপকণ্ঠে আল-শাবাব জঙ্গিদের হামলা প্রতিহত করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঐ হামলায় অন্তত তিন সেনা আহত হয়েছে।
সোমালিয়ার সামরিক বাহিনী বলছে, সোমালিয়ার মধ্যবর্তী প্রদেশ হিরণের বেলেদউইনের উপকণ্ঠে একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে আল-শাবাবের হামলা প্রতিহত করেছে সেনাবাহিনী।সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র আবদুল্লাহি আলী আনোদ রাষ্ট্র পরিচালিত রেডিওতে এ কথা বলেছেন।
তিনি বলেন, আজ সকালে বৈরি পক্ষের মিলিশিয়া বুলদার গ্রামে হামলা শুরু করে এবং সেনাবাহিনী জানত যে তারা আসছে এবং ১২ জন হামলাকারীকে হত্যা করেছে এবং তারা পরাজিত হয়েছে। তিনি বলেন, এখন সেনা বাহিনী বাকী মিলিশিয়াদের পেছনে ছুটছে।
অ্যানোড বলেন, শুক্রবার ভোরে ঐ হামলার সময় তিনজন সৈন্য আহত হয়েছে।
স্থানীয় লোকজন ফোনের মাধ্যমে ভিওএ-কে জানায় সেখানে প্রচন্ড লড়াই হয়েছে ও বিস্ফোরণ ঘটেছে।
আল-শাবাব এই হামলার দায় স্বীকার করে বলেছে, তারা তুরস্কের প্রশিক্ষিত বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং ৩১ জন সেনাকে হত্যা করেছে। আল-শাবাব দাবি করেছে যেতারা হামলার সময় ৯টি সামরিক যানসহ সামরিক সরঞ্জাম জব্দ করেছে ।
ভিওএ উভয় পক্ষের দাবি নিরপেক্ষ কোন সূত্র থেকে যাচাই করতে সক্ষম হয়নি।
সোমালিয়ার মধ্যাঞ্চলের হিরণ এলাকায় এই গোষ্ঠীটির বিরুদ্ধে স্থানীয় ভাবে বিদ্রোহ দেখা দিলে আল-শাবাবের সহিংসতা সেখানে বৃদ্ধি পেয়েছে।
এই আক্রমণের একদিন আগেই সোমালিয়ার সামরিক বাহিনী জানায় যে তারা গুরুত্বপূর্ণ শহর ওয়াভোসহ আরও অঞ্চল ইসলামি জঙ্গিবাদীদের কবল থেকে মুক্ত করেছে। জঙ্গিবাদী গোষ্ঠীটি গত ১৫ বছর ধরে ওয়াভো শহরটি নিয়ন্ত্রণ করছিল।
গত মে মাসে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহমুদ ক্ষমতা গ্রহণের পর থেকে জঙ্গিরা তাদের হামলা বাড়িয়েছে এবং আল-শাবাবের বিরুদ্ধে 'সর্বাত্মক যুদ্ধের' অঙ্গীকার করেছে।