আমেরিকার শীর্ষ জেনারেলের অনুমান, ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর ১ লাখের বেশি সেনা নিহত ও আহত হয়েছে। তিনি আরও বলেন, যুদ্ধে কিয়েভের সশস্ত্র বাহিনীরও ‘সম্ভবত’ একই পরিমাণে সেনা হতাহত হয়েছে।
এই অনুমানগুলো রয়াটার্স নিরপেক্ষভাবে যাচাই করে দেখেনি।
কিন্তু জেনারেল মার্ক মিলির মন্তব্য প্রায় ৯ মাস ধরে চলমান এই সংঘাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের হিসাবে সর্বোচ্চ সংখ্যা। ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ সম্ভাব্য শীতকালীন শিথিলতার মুখোমুখি হওয়ার সময় এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি যেকোনো ধরনের আলোচনার সুযোগ করে দিতে পারে।
এর আগে বুধবার রাশিয়া ঘোষণা করেছিল যে, তারা কৌশলগত দিকে থেকে গুরুত্বপূর্ণ দক্ষিণ ইউক্রেনের শহর খেরসনের কাছে ডিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে তাদের সৈন্য প্রত্যাহার করবে। এটি মস্কোর জন্য উল্লেখযোগ্য একটি ধাক্কা এবং যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ মোড়।
কিছু বিশেষজ্ঞ বলছেন, মস্কোর সর্বশেষ এই পশ্চাদপসরণ ইউক্রেনকে সবল অবস্থান থেকে আলোচনার সুযোগ দিতে পারে। আবার অন্যরা বলছেন, সামনের বসন্তে আক্রমণের উদ্দেশ্যে রাশিয়া তার বাহিনীকে পুনরুজ্জীবিত করার জন্য আলোচনার নামে সময়ক্ষেপণ করতে পারে।
যুক্তরাষ্ট্র এবং তার নেটো মিত্ররা ইউক্রেনে সরাসরি হস্তক্ষেপ করেনি, কিন্তু রাশিয়ার আক্রমণকারী সেনাবাহিনীর হাত থেকে কিয়েভকে রক্ষা করার জন্য তারা ইউক্রেনের সামরিক বাহিনীকে অস্ত্র ও পরামর্শ দিচ্ছে এবং সক্ষম হতে সহায়তা করছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, হতাহতের বিপুল সংখ্যা সত্ত্বেও মস্কো ইউক্রেনে তার লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়নি। যে আক্রমণ চালাতে গিয়ে রাশিয়ার সুশৃঙ্খল স্থল বাহিনী এবং কামানের মজুদ ধ্বংস হয়েছে সে আক্রমণ রাশিয়া কতক্ষণ চালিয়ে যেতে পারবে তা নিয়েও প্রশ্ন রয়েছে।