ইথিওপিয়ার যুদ্ধরত পক্ষগুলো সহিংসতা বন্ধ করতে সম্মত হয়েছেঃ আফ্রিকান ইউনিয়ন

ইথিওপিয়ান সরকারের প্রতিনিধি রেদওয়ান হুসেন রামেতো (বামে) এবং টিগ্রায় পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) এর প্রতিনিধি গেটাচেউ রেদা (ডানে) দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর করার পর নথি বিনিময় করছেন। ২ নভেম্বর, ২০২২।

দক্ষিণ আফ্রিকায় আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু হওয়ার মাত্র এক সপ্তাহ পরে আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতাকারী ওলুসেগুন ওবাসাঞ্জো বুধবার বলেছেন, ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় টিগ্রায়ে সংঘাতকারী পক্ষগুলো সহিংসতা বন্ধ করতে সম্মত হয়েছে।

২০২০ সালের নভেম্বরে শুরু হওয়া এই যুদ্ধটি টিগ্রায়ের আঞ্চলিক বাহিনীকে ইথিওপিয়ার ফেডারেল সেনাবাহিনী এবং এর মিত্রদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। এ বাহিনীর মধ্যে অন্যান্য অঞ্চল এবং প্রতিবেশী ইরিত্রিয়ার বাহিনী অন্তর্ভুক্ত রয়েছে।

এই সংঘাত সময়ে সময়ে টিগ্রায় থেকে আমহারা এবং আফারের পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং কয়েক লক্ষ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

ইরিত্রিয়া বা ইথিওপীয় সেনাবাহিনীর মিত্র আঞ্চলিক বাহিনীগুলো কেউই দক্ষিণ আফ্রিকার আলোচনায় অংশ নেয়নি। সেখানে কার্যকর হতে যাওয়া চুক্তি তারা মেনে চলবে কিনা তা স্পষ্ট নয়।