বাংলাদেশ ব্যাংকের একটি নিয়োগ পরীক্ষা স্থগিত করছে হাইকোর্ট

বাংলাদেশ ব্যাংক ভবন। (ফাইল ছবি)

বাংলাদেশ ব্যাংকের (বিবি) সহকারি পরিচালক (সাধারণ) পদে নিয়োগের জন্য, আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠেয় পরীক্ষার কার্যকারিতা এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। রবিবার (২৩ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশেদুল হক।

হাইকোর্ট, একই সঙ্গে এই পদে নিয়োগের জন্য জারি করা বিজ্ঞপ্তিটি সংশোধন করে চাকরি প্রত্যাশীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগের পরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক, সহকারি পরিচালক (সাধারণ) পদে নিয়োগের জন্য গত ১০ মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে। গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি চাকরি প্রত্যাশীদের বয়সসীমার ক্ষেত্রে ৩৯ মাস ছাড় দেয়। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিত বিজ্ঞপ্তিতে, প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর, ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করার জন্য বলা হয় বিজ্ঞপ্তিতে।

সহকারি পরিচালক (সাধারণ) পদে নিয়োগের জন্য জারি করা বিজ্ঞপ্তিটি, বয়সসীমা ছাড় দিয়ে সংশোধন করে,পুনরায় জারি করেনি বাংলাদেশ ব্যাংক। এতে অনেক চাকরি প্রত্যাশী আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হন। একজন বঞ্চিত চাকরি প্রত্যাশী বয়সের ছাড় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি পুনরায় জারি করার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে আবেদন করেন।

এরপর, মির্জা রকিবুল হাসান নামের চাকরি প্রত্যাশী বিষয়টি চ্যালেঞ্জ করে গত ১২ অক্টোবর হাইকোর্টে রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে, সহকারি পরিচালক (সাধারণ) পদে নিয়োগের জন্য, ২৮ অক্টোবর অনুষ্ঠেয় পরীক্ষার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট।

আইনজীবী রাশেদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্কুলার অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তিটি সংশোধন করে সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করা হলে, অন্তত ২৫ থেকে ৩০ হাজার চাকরি প্রত্যাশী; যাদের বয়স বর্তমানে ৩০ পার হয়ে ৩১ বা তার বেশি চলছে, তারাও এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।