গ্রিড বিপর্যয়ে জড়িতদের বিরুদ্ধে দুই দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী নসরুল হামিদ

প্রতিমন্ত্রী নসরুল হামিদ

বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন যে, জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আগামী দুই দিনের মধ্যে ব্যবস্থা নেবে বিদ্যুৎ বিভাগ। শনিবার (১৫ অক্টোবর) কেরানীগঞ্জে এক জনসভা শেষে এ কথা বলেন তিনি।

গত ৬ অক্টোবরের জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণ চিহ্নিত করতে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে। ঐ দিন বাংলাদেশের বেশিরভাগ অংশ সাত ঘণ্টা বিদ্যুৎহীন ছিল

প্রতিবেদন দাখিলের জন্য ঐ সময় কমিটিকে তিন দিন সময় দেয়া হয়েছিল। এ প্রসঙ্গে নসরুল হামিদ বলেন, “বিদ্যুৎ বিভাগ এখনও লিখিত তদন্ত প্রতিবেদন পায়নি। আমাদের জানানো হয়েছিল যে গ্রিড বিপর্যয় ছিল একটি ব্যবস্থাপনা সংক্রান্ত ত্রুটি।”

জ্বালানি আমদানির জন্য ব্রুনাইয়ের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি হবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।