জাতিসংঘের শরণার্থী প্রধান বলছেন অবিলম্বে আরও সাহায্য না পেলে 'বড় মাপের কাটছাঁট' করা হবে

পাকিস্তানে বাস্তুচ্যুত মানুষদের সাহায্য দেয়া হচ্ছে, সেপ্টেম্বর ১৭, ২০২২।

জাতিসংঘের শরণার্থী প্রধান সোমবার বলেন, সংস্থাটিকে শীঘ্রই অতিরিক্ত তহবিল না পাওয়া পর্যন্ত "বড় মাপের কাটছাঁট" করতে হবে। সতর্কতা হ্রাসের ফলে আরও অপুষ্টি এবং বাল্যবিবাহের পাশাপাশি বিশ্বের দরিদ্রতম অঞ্চলে অস্থিরতা দেখা দিতে পারে বলেও মন্তব্য করেন।

ইউক্রেনের যুদ্ধ লক্ষ লক্ষ লোককে পালিয়ে যেতে বাধ্য করেছে এবং বিশ্বে ১০ কোটিরও বেশি লোক জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে। তাছাড়াও আফগানিস্তানে চলমান সংকট, পাকিস্তানে বন্যা এবং ক্যামেরুনে সহিংসতার কারণে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের বাজেট প্রায় ১১০০ কোটি ডলারে উন্নীত হয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি গত মাসে সংস্থাটির প্রধান হিসেবে পুনরায় নিযুক্ত হওয়ার পর জেনেভায় সদস্য দেশগুলোর প্রতিনিধিদের উদ্দেশে দেয়া এক ভাষণে বলেন,

"আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার মেয়াদকালে প্রথমবারের মতো আমি ইউএনএইচসিআর-এর আর্থিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন।"

যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত সংস্থাটির বৃহত্তম দাতা। এই বছর তারা এখন পর্যন্ত ২০০ কোটি ডলারেরও বেশি অবদান রেখেছে।

এখন, সংস্থাটির ১২ টি প্রোগ্রামে ৫০% বা তার কম অর্থায়ন করা হয়েছে, একজন মুখপাত্র বলেন। এর মধ্যে কোনটি কমানো হতে পারে জানতে চাইলে তিনি ইয়েমেন ও ইথিওপিয়াসহ মধ্যপ্রাচ্যের কিছু অংশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

জেনেভায় একই বক্তব্যে গ্র্যান্ডি আরও বলেন, উত্তর গোলার্ধের শীতকালে ইউক্রেনের অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত প্রায় ৬২ লক্ষ মানুষের উপর শীতের প্রভাব সম্পর্কে তিনি উদ্বিগ্ন।

তিনি বলেন, 'আসন্ন শীত নিয়ে সরকারের উদ্বেগের সঙ্গে আমি একমত, বিশেষ করে বয়স্ক ও প্রতিবন্ধীরা খুবই দুর্বল।‘’