যুক্তরাষ্ট্র মনে করে তেল উৎপাদন কমানোর ওপেকের সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতির জন্য নেতিবাচক, বলছে পত্রিকার রিপোর্ট

ফাইল ছবি- অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন মেরিল্যান্ডের ল্যানহামে বক্তব্য দিচ্ছেন (১৫ সেপ্টেম্বর, ২০২২)

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের বরাত দিয়ে দ্য ফাইনানশিয়াল টাইমস রোববার জানিয়েছে, ওপেক প্লাস সংগঠনের তেলের উৎপাদন কমানোর যুগপৎ সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনীতির জন্য “অসুবিধাজনক ও অপরিণামদর্শী” একটি উদ্যোগ, বিশেষত উদীয়মান বাজারগুলোর জন্য।

এক সাক্ষাৎকারে ইয়েলেন সংবাদপত্রটিকে জানান, “আমরা উন্নয়নশীল দেশ ও তারা যেসব সমস্যার মুখোমুখি হয়, সেগুলো নিয়ে খুবই উদ্বিগ্ন।”

তিনি একইসঙ্গে ইউক্রেনে দ্রুত আর্থিক সহায়তা না পাঠানোর জন্য মিত্রদের সমালোচনা করেন।

“ইউক্রেনে অর্থ পাঠানোর গতি অতিমাত্রায় ধীর”, আরও জানান ইয়েলেন। তিনি উল্লেখ করেন, কয়েকটি দেশ সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছিল, কিন্তু এখনও তা বন্টন করে উঠতে পারেনি।