আশুগঞ্জ ৪২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের কমিশনিং শেষ হবে অক্টোবরে

আশুগঞ্জ পাওয়ার স্টেশন

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি’র ৪২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ কাজ শেষ। এখন চলছে কমিশনিং-এর কাজ চলছে। অক্টোবরের শেষ নাগাদ কমিশনিং শেষ হবে। এরপর বিদ্যুৎ কেন্দ্রটি চালু হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রকল্প পরিচালক প্রকৌশলী মো.আবদুল মজিদ জানান, “প্রকল্পের বাস্তব অগ্রগতি ৯৮ দশমিক ৯৯ শতাংশ । নির্মাণ কাজ শেষ; কমিশনিং-এর কাজ চলছে। অক্টোবরের শেষ নাগাদ কমিশনিং প্রক্রিয়া শেষ হবে। এরপরই চালু হবে বলে আশা করা হচ্ছে। তখন বাণিজ্যিক উৎপাদনও সম্ভব হবে।”

আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক-প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান জানান যে, দেশের প্রথম অর্থ ও জ্বালানি সাশ্রয়ী প্রকল্পটি চালু হলে বিদ্যুৎ সরবরাহ যেমন বাড়বে, তেমনি জ্বালানি দক্ষতাও বৃদ্ধি পাবে।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি’র প্রকল্পটি এশিয়ান উন্নয়ন ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক, এপিএসসিএল এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়ন করা হয়েছে।

বিদ্যুৎ কেন্দ্রটির নেট উৎপাদন ক্ষমতা ৪২০.০০ মেগাওয়াট এবং জ্বালানি দক্ষতা প্রায় ৫৮ দশমিক ৭৬ শতাংশ।