ইউক্রেনের জন্য বাইডেন প্রশাসনের পরবর্তী নিরাপত্তা সহায়তা প্যাকেজে ৪টি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হাইমার্স) লঞ্চার, যুদ্ধাস্ত্র, মাইন, এবং মাইন প্রতিরোধী যানবাহন অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। রয়টার্সকে সাড়ে ৬২ কোটি ডলারের প্যাকেজের বিষয়ে অবহিত করা দুটি সূত্র একথা জানায়।
প্যাকেজটি মঙ্গলবার যত দ্রুত সম্ভব ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। সর্ব সাম্প্রতিক সময়ে রাশিয়ার ইউক্রেনের ভূখণ্ড অধিগ্রহণের এবং দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল ড্র ডাউন অথরিটি (পিডিএ)- র পর থেকে এটি প্রথম সহায়তা প্যাকেজ। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে বৃহৎ সাফল্য অর্জন করেছে।
অধিকৃত অঞ্চলে রাশিয়ার দাবিকৃত গণভোট অনুষ্ঠিত হয় এবং এরপরেই রাশিয়া ঐ অঞ্চলগুলো অধিগ্রহণের ঘোষণা দেয়। পশ্চিমা সরকার এবং কিয়েভ বলেছে, উক্ত গণভোট আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এটি জোরপূর্বক গ্রহণ করা হয়েছে ও প্রতিনিধিত্বমূলক নয়।
সহায়তা প্যাকেজটি যুক্তরাষ্ট্র সরকারের ২০২৩ অর্থবছরের প্রথম প্যাকেজ।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য ১ দশমিক ১ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে ১৮টি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (হাইমার্স), লঞ্চার সিস্টেম, সাথে থাকা যুদ্ধাস্ত্র, বিভিন্ন ধরনের কাউন্টার ড্রোন সিস্টেম এবং রাডার সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে।
২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে এই সহায়তা প্যাকেজসহ যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ১৬ দশমিক ৮ বিলিয়ন ডলারের সহায়তা করতে যাচ্ছে।