প্রতিরক্ষা বিষয়ে কথা বলতে তাইওয়ান সফরে জাপান ও ইউরোপের বিধায়করা

তাইওয়ানের রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রকাশিত এই ছবিতে, তাইওয়ানের তাইপেইতে রাষ্ট্রপতির কার্যালয়ে আইন প্রণেতা এবং প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী শিগেরু ইশিবার নেতৃত্বে জাপানি প্রতিনিধিদলকে স্বাগত জানাচ্ছেন তাইওয়ানের রাষ্ট্রপতি সাই ইং-ওয়েন।২৮ জুলাই, ২০২২।

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে এবং কূটনৈতিক সমর্থন জানাতে সরকারী ও বেসরকারি মিত্ররা দেশটি সফরে যাচ্ছেন। মহামারী শুরু হওয়ার আগে যেমন শীর্ষ-স্তরের কর্মকর্তা এবং সংসদ সদস্যরা দেশটি সফরে যেতেন সেই ভাবে তাঁরা আবার যাচ্ছেন।

আগস্টের শুরুতে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির ঐতিহাসিক সফরের পথ অনুসরণ করে যুক্তরাষ্ট্রের অনেক বিধায়ক সেখানে যাবার পর অনেকে ঐ দেশ সফর করছেন। জাপান, গুয়াতেমালা, পালাউ এবং টুভালুর মতো অন্যান্য দেশ এবং ইউরোপের পর্যটকরা তাইওয়ানের প্রতি ক্রমবর্ধমান আগ্রহের ইঙ্গিত দিচ্ছে৷

পেলোসির সফরের প্রতিবাদে তাইওয়ানের প্রধান দ্বীপের আশেপাশে ঐ সময়টিতে চীন বেশ কয়েকদিন সামরিক মহড়া প্রদর্শন করে। ১৯৯৫ সালের শেষের দিকে এবং ১৯৯৬ সালের শুরুর দিকে চীন যখন তাইওয়ান প্রণালী জুড়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল তার পর এবারের পরীক্ষাটি সর্বোচ্চ উত্তেজনা সৃষ্টি করে।

যদিও এই সফরগুলি বেশ কয়েক মাস আগে থেকে পরিকল্পনা করা হয়ে থাকতে পারে কিন্তু কয়েকজন মন্তব্যকারী এই সফরকে "পেলোসি প্রভাব" বলে অভিহিত করেছেন। যেহেতু তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বাড়ছে কর্মকর্তারা তাইওয়ানের প্রতি তাদের সমর্থন দেখাতে আগ্রহী বা আরেকভাবে বলতে গেলে তারা চীনের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান দেখাতে চাইছেন।