রবিবার সোমালিয়ার রাজধানী মোগাদিসুর পশ্চিমে একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১ জন সৈন্য নিহত এবং ৬ জন আহত হয়েছে। একজন সৈনিক ও একজন হাসপাতালের কর্মী রয়টার্সকে এ সংবাদ জানায়।
সোমালিয়ার আল-কায়েদার সহযোগী সংগঠন আল-শাবাব বোমা হামলার দায় স্বীকার করেছে।
আত্মঘাতী বোমা হামলাকারী একজন নিয়মিত সৈন্যের ছদ্মবেশ ধারণ করেছিল এবং অন্যদের সাথে যোগ দিয়েছিল। রোববার ভোরে একটি সামরিক ঘাঁটিতে প্রবেশ করে হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। সামরিক ঘাঁটির একজন সৈনিক ক্যাপ্টেন আদেন ওমর রয়টার্সকে এ সংবাদ জানায়।
মোগাদিসুর মদিনা হাসপাতালের একজন নার্স রয়টার্সকে জানায়, তাদের হাসপাতালে হামলায় নিহত ১ জন সৈন্য এবং ৬ জন আহত বেসামরিক মানুষ রয়েছে।
আল-শাবাবের দাবি, তারা ৩২ জন সৈন্যকে হত্যা করেছে।
আল-শাবাবের সামরিক অভিযানের মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাকে উদ্ধৃত করে গোষ্ঠীটির সাথে সম্পৃক্ত রেডিও স্টেশন আল আন্দালুস বলেছে, "আজ মোগাদিসুতে একটি ঘাঁটির ভেতরে একজন আত্মঘাতী বোমা হামলাকারী মুজাহিদ ৩২ জন ধর্মত্যাগী সেনাকে হত্যা করেছে এবং ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।"
আবু মুসাব বলেন, তারা সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করার কারণ হলো সেখানে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
ইসলামপন্থী গোষ্ঠীটি প্রায়ই সোমালিয়া এবং অন্যান্য এলাকায় বোমা হামলা এবং বন্দুক হামলা চালায়।
আল-শাবাব সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের পতন ঘটাতে চায় এবং ইসলামি শরিয়া আইনের নিজস্ব কঠোর ব্যাখ্যার ভিত্তিতে স্বশাসন প্রতিষ্ঠা করতে চায়।