বেলারুশে এক সাংবাদিকের মুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

আরএফই/আরএল সাংবাদিক আলেহ হিউরুজডজিলোভিচ। ফাইল ছবি।

যুক্তরাষ্ট্র বেলারুশে যুক্তরাষ্ট্র-সমর্থিত সংবাদ নেটওয়ার্কের এক সাংবাদিকের মুক্তিকে স্বাগত জানিয়েছে। তবে ভিন্নমত দমন অভিযানে আটক আরও কয়েকশো বন্দির মুক্তি আহ্বান জানিয়েছে।

রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি কয়েকদিন আগে বলেছিল, তাদের একজন সাংবাদিক আলেহ হিউরুজডজিলোভিচ নয় মাস কারাবাসের পর মুক্তি পেয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, যুক্তরাষ্ট্র হিউরুজডজিলোভিচ এবং আরও কয়েকজনের মুক্তিকে “স্বাগত” জানিয়েছে।

শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, রাজনৈতিক কারণে বেলারুশে প্রায় ১ হাজার ৩ শ মানুষ আটক রয়েছে।

প্রবীণ ও শক্তিধর আলেকজান্ডার লুকাশেঙ্কো ২০২০ সালে ষষ্ঠ বারের মতো প্রেসিডেন্ট পদে তার মেয়াদ নিশ্চিত করার পরে যে গণবিক্ষোভ শুরু হয়েছিল তা দমন করার চেষ্টা করেছেন।

সিভিয়াতলানা সিখানৌস্কায়া বলেছেন, তিনি নির্বাচনে জয়ী হয়েছেন এবং বেলারুশ থেকে প্রতিবেশী লিথুনিয়ায় পালিয়ে গেছেন। সেখান থেকে তিনি বিরোধী দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রতিবাদে অংশ নেয়ার অভিযোগে ৬৩ বছর বয়সী হিউরুজডজিলোভিচ -কে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে, তিনি সেখানে একজন সাংবাদিক হিসেবে গিয়েছিলেন।

রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে তহবিল গ্রহণ করে কিন্তু সম্পাদকীয়ভাবে তারা স্বাধীন। তারা বলেছে, তাদের আরও দুজন সাংবাদিক ইহার লোসিক ও আন্দ্রে কুজনোচিক বেলারুশে বন্দি রয়েছেন।

জুলাই মাসে এএফপি-কে দেয়া এক সাক্ষাৎকারে লুকাশেঙ্কো “স্বৈরাচারী” হওয়ার কথা অস্বীকার করেননি। তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে “রাষ্ট্র ও নিজ জাতির বিরুদ্ধে” কার্যক্রম চালানোর অভিযোগ করেন।

রেডিও ফ্রি ইউরোপ/ রেডিও লিবার্টি ভয়েস অফ আমেরিকার সঙ্গী নেটওয়ার্ক।