যুক্তরাষ্ট্রের সেনেট প্যানেল তাইওয়ানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে বিল অনুমোদন করেছে

দক্ষিণ তাইওয়ানের পিংটাং কাউন্টিতে দেশটির সাউদার্ন আর্মার্ড ব্রিগেডের মহড়ার সময় সেনাবাহিনীর একজন সদস্য নির্দেশনা দিচ্ছেন (৬ সেপ্টেম্বর, ২০২২) ।

যুক্তরাষ্ট্রের সেনেটের একটি কমিটি বুধবার নতুন আইনের অনুমোদন দিয়েছে, যার ফলে তাইওয়ানের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে। গণতান্ত্রিক দ্বীপটির ওপর চীন সামরিক চাপ বাড়ানোর প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে বাড়তি নিরাপত্তা সহায়তা হিসেবে বিলিয়ন বিলিয়ন ডলার দেবে।

যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের উদ্বেগ ও বেইজিং অসন্তুষ্টি প্রকাশ করা সত্ত্বেও তাইওয়ান পলিসি অ্যাক্ট ২০২২ নামের বিলটি সেনেটের বৈদেশিক সম্পর্ক কমিটিতে ১৭-৫ ভোটে পাস হয়।

এই শক্তিশালী দ্বিপাক্ষিক ভোট পরিষ্কার ইঙ্গিত দিয়েছে যে রিপাবলিকান ও বাইডেনের সতীর্থ ডেমোক্র্যাট, উভয় পক্ষই তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের পক্ষে রয়েছেন এবং তারা তাইওয়ানকে নেটো জোটের বাইরে অন্যতম প্রধান মিত্র হিসেবে বিবেচনা করছে।

এই বিলের মাধ্যমে ৪ বছরে তাইওয়ানকে ৪৫০ কোটি ডলার নিরাপত্তা সহযোগিতা দেওয়া হবে এবং আন্তর্জাতিক সংগঠনে তাদের অংশগ্রহণকে সমর্থন জানানো হবে।

যদি তাইওয়ান প্রণালীতে দেশটি কোন ধরণের বৈরি কার্যক্রম চালায়, তাহলে চীনের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপের বিষয়ে এই আইনে বিস্তারিত বিধান রাখা হয়েছে।

জুনে এই বিল উত্থাপন করার পর প্রতিক্রিয়া হিসেবে চীন জানায়, যুক্তরাষ্ট্র যদি এমন কোন উদ্যোগ নেয় যাতে চীনের স্বার্থহানি হয়, তাহলে দেশটি ‘শক্তিশালী ও প্রতিকারমূলক উদ্যোগ নিতে বাধ্য হবে।’

ওয়াশিংটনে নিযুক্ত তাইওয়ানের কার্যত রাষ্ট্রদূত হিআও বি-খিমকে ক্যাপিটলের এক অনুষ্ঠানে সংবাদদাতারা জিজ্ঞাসা করেন, হোয়াইট হাউজের সঙ্গে সুনির্দিষ্ট কোনো বিধিনিষেধ বিষয়ে আলোচনা হয়েছে কী না। উত্তরে তিনি জানান, ‘তাইওয়ান প্রণালীর সাম্যাবস্থা বজায় রাখার জন্য আমরা বড় আকারে সমন্বিত প্রতিরোধ নিশ্চিত করার বিভিন্ন উপকরণ নিয়ে আলোচনা করেছি।’

তিনি কংগ্রেসকে এই আইনের জন্য ‘কৃতজ্ঞতা’ জানান।

তাইওয়ান বিলটি জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইনের (এনডিএএ) মতো বড় আকারের আইনে রূপান্তরিত হতে পারে এবং এটি এ বছরের শেষ নাগাদ পাস হতে পারে বলে সংশ্লিষ্টরা জানান।