কোভিড শুরু হবার পর চীনের বাইরে শি-র প্রথম সফর আসন্ন; পুতিনের সাথে সাক্ষাৎ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডানে) এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৯ সালের ৫ জুন রাশিয়ার মস্কোর ক্রেমলিনে আলোচনার জন্য একটি হলে প্রবেশ করছেন। ফাইল ছবি।

এই সপ্তাহে মধ্য এশিয়া সফরের জন্য ২ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো চীন ছেড়ে যাবেন শি জিনপিং। সেখানে তিনি রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করবেন। মাও সে তুং-এর পর সবচেয়ে শক্তিশালী চীনা নেতা হিসেবে তার স্থান নির্ধারণের ঠিক এক মাস আগে তিনি এ সফরে যাচ্ছেন।

কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর এটি শি জিনপিং-এর প্রথম বিদেশ সফর। এর মাধ্যমে তিনি যে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ক্ষমতার ওপর তার দখল এবং বিশ্বনেতা হিসেবে তার ভূমিকা নবায়নের ব্যাপারে আত্মবিশ্বাসী তা বোঝা যাচ্ছে।

ইউক্রেন বিষয়ে পশ্চিমের সাথে রাশিয়ার দ্বন্দ্ব, তাইওয়ানের সংকট এবং একটি ভঙ্গুর বিশ্ব অর্থনীতির পটভূমিতে শি বুধবার কাজাখাস্তানে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন।

ক্রেমলিন জানিয়েছে, এরপর চীনের প্রেসিডেন্ট উজবেকিস্তানে প্রাচীন সিল্ক রোড নগরী সমরকন্দে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে পুতিনের সাথে সাক্ষাৎ করবেন। সোমবার চীন সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

বৈঠকটি শি জিন পিং-কে তার প্রভাব প্রদর্শন করার সুযোগ দেবে। সেখানে পুতিন এশিয়ার দিকে রাশিয়ার ঝোঁক প্রদর্শন করতে পারেন। পশ্চিমারা যেমন ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে শাস্তি দিতে চাইছে ঠিক তেমনি উভয় নেতাই যুক্তরাষ্ট্রের প্রতি বিরোধিতা প্রদর্শন করতে পারেন।

একসময় বিশ্বব্যাপী কমিউনিস্ট অনুক্রমের উর্ধ্বতন অংশীদার রাশিয়া ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর কমিউনিস্ট চীনের কনিষ্ঠ অংশীদার। চীন পরবর্তী দশকে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে।