জার্মানি এবং ১৯৭২-এর মিউনিখ অলিম্পিকে নিহত ইসরাইলি ক্রীড়াবিদদের পরিবারগুলো মোট ২ কোটি ৮০ লাখ ডলার ক্ষতিপূরণের প্রস্তাবে সম্মত হয়েছে। শুক্রবার জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রকের একজন মুখপাত্র একথা জানায়।
গত মাসে পরিবারগুলো জানিয়েছিল যে, তারা জার্মানির প্রস্তাবিত সর্বশেষ ক্ষতিপূরণের বিষয়ে অসন্তুষ্ট। এর পর, তারা মিউনিখ হামলার ৫০তম বার্ষিকী উপলক্ষে সোমবারের একটি অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নেয়।
ঐ মুখপাত্র বলেছেন, ফেডারেল সরকার ২ কোটি ২৫ লাখ ডলার প্রদান করবে। বাভারিয়া রাজ্য দেবে ৫০ লাখ ডলার এবং মিউনিখ দেবে ৫ লাখ ডলার।
১৯৭২ সালের ৫ সেপ্টেম্বরে র্যাডিক্যাল ব্ল্যাক সেপ্টেম্বর গোষ্ঠির ফিলিস্তিনি বন্দুধারীরা ইসরাইলি অলিম্পিক দলের সদস্যদের জিম্মি করে। তাদেরকে একটি অলিম্পিক ভিলেজে আটক রাখা হয়। এই অলিম্পিক ভিলেজটির সুরক্ষা ব্যাবস্থা ছিল খুবই দুর্বল।
অচলাবস্থার ২৪ ঘণ্টার মধ্যে ১১ জন ইসরাইলি, ৫ জন ফিলিস্তিনি এবং ১ জন জার্মান পুলিশ নিহত হন। উদ্ধার অভিযান বন্ধুকযুদ্ধে গড়ালে এরা নিহত হন।