ডেসটিনির পরিচালনা বোর্ড গঠন করে দিয়েছে হাইকোর্ট

বাংলাদেশের বহুল আলোচিত ডেসটিনি-২০০০ লিমিটেড-এর পরিচালনা বোর্ড পুনর্গঠন করে দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে পরিচালনা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

কোম্পানিটির ১০ জন শেয়ারহোল্ডার ডাইরেক্টরসহ ১৬ জন শেয়ার হোল্ডারের করা এক আবেদনের শুনানি শেষে, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন।

পুনর্গঠিত বোর্ডে সাবেক জেলা জজ হাসান শাহেদ ফেরদৌস, ব্যারিস্টার মারগুব কবীর, এফসিএ ফখরুদ্দিন আহমদ ও সাবেক এমপি ও ব্যবসায়ী মো. ইকবাল জামানকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

এর আগে, গত ৩১ মে ডেসটিনির শেয়ার হোল্ডার ডাইরেক্টর বিপ্লব বিকাশ শীলসহ ১৬ জন শেয়ার হোল্ডার বাদী হয়ে কোম্পানির এজিএম (বার্ষিক সাধারণ সভা) করার অনুমতি চেয়ে হাইকোর্টের কোম্পানি কোর্টে আবেদন করেন।

আবেদন বলা হয়, ২০১১ সাল পর্যন্ত কোম্পানির নিয়মিত এজিএম হয়েছে। কিন্তু ২০১২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত কোন এজিএম হয়নি। কোম্পানির এমডি রফিকুল আমিন এবং বেশ কয়েকজন ডাইরেক্ট ফৌজদারি মামলায় আটক থাকায় এজিএম হচ্ছে না।

আবেদনে আরও বলা হয়, ২০১৮ সালে কোম্পানিটি অবসায়নের আবেদন করা হয়। হাইকোর্ট এ বিষয়ে একটি আদেশ দিলেও, আপিল বিভাগ তা স্থগিত রেখেছেন। তবে কোম্পানি পরিচালানা ও এজিএম করা থেকে বিরত থাকার কোন আদেশ নেই।

এ আবেদনের শুনানি করে হাইকোর্ট বোর্ড পুনর্গঠন করে এজিএম করার অনুমতি দেন। আদালতে এ আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন। এ আবেদনের বিরোধিতা করার জন্য এতে পক্ষভুক্ত হন কারাবন্দী ডেসটিনির এমডি রফিকুল আমিন। রফিকুল আমিনের পক্ষে শুনানিতে ছিল আইনজীবী উজ্বল কুমার ভৌমিক।

পরে ব্যারিস্টার মইনুল হোসেন জানান, আদালত হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে বোর্ড পুনঃঠগঠন করে দিয়েছেন। এতে করে কোম্পানির যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল তা দূর হবে।