চায়ের দেশের 'করুণ' জীবন

Your browser doesn’t support HTML5

যুগ-যুগ ধরে সিলেটের চা-বাগানগুলোতে কাজ করা শ্রমিকদের জীবন কাটছে মানবেতরভাবে। আট ঘণ্টা কাজ করে যে মজুরি তারা পান, তা দিয়ে অর্ধাহারে অনাহারে পরিবার নিয়ে কোনোমতে বেঁচে আছেন তারা।

এই চা-শ্রমিকেরা সম্প্রতি মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করলে সিলেটের হবিগঞ্জের চান্দপুর এলাকার চা-বাগানে যান ভয়েস অফ আমেরিকার অমৃত মলঙ্গী। সেখানে গিয়ে তাদের যাপিত জীবনের নানা দিক সরেজমিনে প্রত্যক্ষ করেছেন তিনি।

সারা সপ্তাহ কাজের পর একদিন তারা পারিশ্রমিক পান। সেই দিনটিকে তারা ‘পেমেন্টের দিন’ বলেন। টাকা পেয়ে প্রায় সবাই চলে যান পাশের বাজারে। শ্রমিকেরা জানিয়েছেন, যে টাকা তারা পান তা দিয়ে সংসার চলতে চায় না।