ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন-এর মাদক পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী তার বন্ধুদের সাথে তার পার্টিতে রয়েছেন, এমন একটি ভিডিওচিত্র ছড়িয়ে পড়লে, তিনি এই মাদক পরীক্ষা করান। প্রধানমন্ত্রীর দফতর সোমবার এ তথ্য জানায়।
গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে, ৩৬ বছর বয়সী মারিনকে ফিনল্যান্ডের কিছু সেলিব্রিটির সাথে একটি পার্টিতে দেখা যায়। এরপর দ্রুত ফিনল্যান্ড ও বিদেশের বিভিন্ন গণমাধ্যমও ভিডিওগুলো প্রকাশ করে। বৃহস্পতিবার মারিন বলেন যে, ব্যক্তিগত পার্টিতে তার নাচানাচির ভিডিও অনলাইনে প্রকাশিত হওয়ায় তিনি মর্মাহত, কারণ সেগুলো শুধু তার বন্ধু-বান্ধবদের দেখার জন্যই ধারণ করা হয়েছিল।
শুক্রবার তিনি একটি মাদক পরীক্ষা করাতে রাজি হন। তিনি বলেন যে, তিনি কখনোও মাদক নেননি এবং ঐ পার্টিতে উপস্থিত অন্য কাউকে তিনি মাদক গ্রহণ করতেও দেখেননি। ২০১৯ সালের ডিসেম্বরে মারিন বিশ্বের সর্বকনিষ্ঠ ক্ষমতাসীন সরকার প্রধান হন।
সোশ্যাল ডেমোক্রেট দলের নেতা মারিন এও বলেন যে, ঐ শনিবারের আলোচিত রাতে তার দাপ্তরিক দায়িত্ব পালনের সক্ষমতা অক্ষুন্ন ছিল এবং তার কাজ করার প্রয়োজন পড়লে তিনি ঐ অনুষ্ঠান ত্যাগ করে চলে যেতেন।
ফিনল্যান্ডের অনেক মানুষ মারিন এর পক্ষে সমর্থন জানান, আবার অনেকেই তার বিবেচনাবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন।