কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করলেন ওডিঙ্গা

কেনিয়ার আজিমিও লা উমোজা (ঐক্যের ঘোষণা) ওয়ান কেনিয়া অ্যালায়েন্স-এর প্রেসিডেন্ট পদপ্রার্থী ও বিরোধীদলীয় নেতা রাইলা ওডিঙ্গা, সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে আবেদন দাখিলের পর তার সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছেন।

কেনিয়ার অভিজ্ঞ বিরোধীদলীয় নেতা রাইলা ওডিঙ্গা এই মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। এর ফলে পূর্ব আফ্রিকার এই দেশে চলমান রাজনৈতিক দ্বন্দ্ব তীব্রতর হল।

ওডিঙ্গা আদালদে দাখিল করা তার আবেদনে ভোটের ফলাফল বাতিল করতে বলেন। এর পক্ষে তিনি যে কারণ উল্লেখ করেছেন, তার মধ্যে রয়েছে, ভোটার উপস্থিতি ও ফলাফলের মধ্যে তারতম্য এবং আইন অনুযায়ী বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও ২৭টি নির্বাচনী এলাকার ব্যালট গণনা করতে কমিশনের ব্যর্থতা।

গত সপ্তাহে নির্বাচন কমিশনার ঘোষণা দেন যে, ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুটো সামান্য ব্যবধানে নির্বাচনে জয়ী হয়েছেন। কিন্তু সাতজন নির্বাচন কমিশনারের মধ্যে চারজন এই ফলাফল নিয়ে ভিন্নমত পোষণ করেন। তারা বলেন, ভোট গণনা স্বচ্ছভাবে হয়নি।

কমিশন, কমিশনের চেয়ারম্যান এবং রুটোকে চারদিনের মধ্যে আদালতে ওডিঙ্গার দাবির জবাব দিতে হবে।

গত সপ্তাহে ওডিঙ্গা বলেন যে, ফলাফলটি একটি “প্রতারণা”; একই সাথে ওডিঙ্গা জানান যে, তিনি আদালতে বিষয়টির ‍সুরাহা করবেন এবং তার সমর্থকদের শান্ত থাকতে অনুরোধ করেন।

এটি ওডিঙ্গার প্রেসিডেন্ট হওয়ার পঞ্চম প্রচেষ্টা। এর আগেও তিনি একাধিক নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছিলেন। ঐ সময় সহিংসতার ঘটনা ঘটে।২০১৭ সালের সহিংসতায় ১০০ জনেরও বেশি নিহত হন। আর ২০০৭ সালে নিহত হয়েছিলেন ১,২০০ জনেরও বেশি মানুষ।

২০১৭ সালে সুপ্রিম কোর্ট নির্বাচনের ফলাফলকে বাতিল করে দিয়ে নতুন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছিলেন। তবে, ওডিঙ্গা সেই পুনর্নির্বাচন বর্জন করে বলেছিলেন যে নির্বাচন কমিশনের উপর তার ভরসা নেই।

এবার ওডিঙ্গার পেছনে রাজনৈতিক সমর্থন রয়েছে। প্রেসিডেন্ট উহুরু কেনিয়াটা নিজেই ওডিঙ্গার প্রার্থীতার প্রতি সমর্থন জানিয়েছেন। গত নির্বাচনের পর রুটোর সাথে কেনিয়াটার দূরত্ব সৃষ্টি হয়।