আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়ার সম্মিলিত সামরিক মহড়া

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দেয়া এই ছবিতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর এফ-১৬ ফাইটা জেট এবং দক্ষণ কোরয়ার এফ ৩৫ এ বমান গুলোকে যোৗথ মহড়ায় দেখা যাচ্ছে । জুন ৭, ২০২২।

উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান আক্রমণাত্মক পন্থা যা সোওল এবং ওয়াশিংটনের বিরুদ্ধে অস্ত্র পরীক্ষা এবং পারমাণবিক সংঘাতের হুমকি বৃদ্ধি করে চলেছে তার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া পরের সপ্তাহে তাদের বৃহত্তম সামরিক প্রশিক্ষণ শুরু করবে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ সংবাদ জানায়।

মিত্রদের গ্রীষ্মকালীন মহড়া ২২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় উলচি ফ্রিডম শিল্ড নামে অনুষ্ঠিত হবে। এতে বিমান, যুদ্ধজাহাজ এবং সম্ভাব্য কয়েক হাজার সেনার মহড়া অন্তর্ভুক্ত থাকবে।

যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া তাদের মহড়াকে রক্ষণাত্নক হিসেবে বর্ণনা করলেও উলচি ফ্রিডম শিল্ড উত্তর কোরিয়ার কাছ থেকে অবশ্যই একটি ক্ষুব্ধ প্রতিক্রিয়ার কারণ হবে। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রশিক্ষণকে আক্রমণমূলক মহড়া হিসেবে বর্ণনা করে এবং তাদের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র উন্নয়নকে ন্যায্যতা দেয়ার জন্য ব্যবহার করেছে।

উত্তর কোরিয়া এবং উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ পদক্ষেপের ওপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কড়া নিষেধাজ্ঞা থেকে মুক্তির বিনিময়ে ২০১৯ সালের প্রথম দিকে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া পারমাণবিক আলোচনা ভেঙ্গে পড়ার পর থেকে কোরীয় উপদ্বীপে বৈরিতা সৃষ্টি হয়।

কিম তার পারমাণবিক পরীক্ষাগুলোর মাঝে মাঝে বারবার সতর্ক করেছে যে, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতে উত্তর কোরিয়া সক্রিয়ভাবে তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। এ সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি বর্ধিত পারমাণবিক মতবাদকে নির্দেশ করে যা উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশগুলোর জন্য আরও বেশি উদ্বেগের কারণ হতে পারে।

দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, উত্তর কোরিয়া ২০১৭ সালের সেপ্টেম্বরের পর থেকে তাদের প্রথম পারমাণবিক পরীক্ষার জন্যও প্রস্তুত হচ্ছে। সেসময় তারা দাবি করেছিল যে, তারা তাদের আইসিবিএমগুলোতে ফিট করার জন্য একটি থার্মোনিউক্লিয়ার ওয়ারহেড তৈরি করেছে।