কেনিয়ার রাজনৈতিক দলগুলোর প্রতি নিজেদের নির্বাচনের ফলাফল প্রকাশ না করার আহ্বান

১১ই আগস্ট কেনিয়ার নাইরোবিতে ইন্ডেপেন্ডেন্ট ইলেকটোরাল অ্যান্ড বাউন্ডারিস কমিশনের প্রধান ওয়াফুলা চেবুকাতি সাংবাদিকদের ডাকা এক সংবাদ সম্মেলনে।

কেনিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে দিয়ে বলেছে তারা যেন দেশটির নির্বাচনের প্রাথমিক পর্যায়ের ফলাফল ঘোষণা না করে। কেনিয়ার ক্ষমতাসীন দল বিনা প্রমাণে নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এমন একটি দাবি নিয়ে উত্তেজনা সৃষ্টি করেছে। কেনিয়ার সংবাদ মাধ্যমগুলো সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাদের নিজস্ব ভোট গণনা বন্ধ করে দিয়েছে।

কেনিয়ার নির্বাচন কমিশন মঙ্গলবারে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দিন থেকে ভোট গণনার করে যাচ্ছে । এখন এই ভোট গণনার তৃতীয় দিন সম্পন্ন হলো।

দেশটি নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষার মাঝেই প্রেসিডেন্ট পদের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী উইলিয়াম রুটো এবং রাইলা ওডিঙ্গার নির্বাচনী ম্যানেজাররা তাদের প্রার্থীর বিজয় দাবি করেছেন।

উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগও তুলে দেশজুড়ে উত্তেজনা বাড়িয়েছে।

কেনিয়ার সংবাদ মাধ্যম তাদের নিজেদের মত করে ভোটগণনা করছে এবং ফলাফলে ওডিঙ্গা এবং রুটোর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলছে। তবে বৃহস্পতিবার মিডিয়া ফলাফল ঘোষণা করা বন্ধ করে দেয় যাতে সমর্থকরা আবেগ-আপ্লুত হয়ে না পড়ে।

কেনিয়া মানবাধিকার কমিশনের নির্বাহী পরিচালক ডেভিস মালোম্বে বলেন, দেশের অস্থির পরিস্থিতির জন্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম দায়ী।

তিনি বলেন, 'সতর্কতা ও দায়িত্ব পালন না করা হলে এটি দুইদিকে ধারালো তলোয়ারের মত দাঁড়াবে। গত দুইদিন ধরে কেনিয়ার জনগণকে ক্রমাগত যাঁচাই না করেই নির্বাচনী ফলাফলশোনানো হচ্ছে যার ফলে দেশ জুড়ে উত্তেজনা এবং উদ্বেগ ব্যাপকভাবে বেড়ে গেছে। মালোম্বে বলেন, প্রধানত ঐসব হচ্ছে রাজনৈতিক নেতাদের মূলধারার এবং সোশ্যাল মিডিয়ার প্রচারণা থেকে।”

ওডিঙ্গা এবং রুটো এখনও নির্বাচন সম্পর্কে কোনও মন্তব্য করেননি, তবে তাদের ম্যানেজাররা সমর্থকদের জয়ের আশ্বাস দিয়েছেন এবং বিজয় উদযাপনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন।


মানবাধিকার সংস্থার তথ্য বিষয়ক প্রধান উইনি মাসাই বলেন, যারা তাদের নিজেদের ফলাফল ঘোষণা করছেন, তাদের অবশ্যই দেশের নির্বাচনী সহিংসতার ইতিহাস বুঝতে হবে।

কিছু পর্যবেক্ষক কমিশনকে ভোট গণনার গতি খুব ধীরে বলে অভিযোগ করেছে যার কারণে ফলাফল নিয়ে ব্যাপক ভাবে জল্পনাকল্পনার সুযোগ সৃষ্টি করেছে।

নির্বাচন সংশ্লিষ্ট সামগ্রী দায়িত্বজ্ঞানহীনভাবে পরিচালনা করার অভিযোগে শুক্রবার কেনিয়ার উত্তরাঞ্চলে তিনজন নির্বাচনী কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়েছে।

কমিশনের প্রধান ওয়াফুলা চেবুকাটি শান্ত থাকার আবেদন জানিয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ৪৬ হাজারেরও বেশি ভোট কেন্দ্রের ফলাফল যাচাই করতে আরও বেশি সংখ্যক কর্মকর্তা মোতায়েন করা হবে। মঙ্গলবারের মধ্যে কমিশনকে নির্বাচিত প্রেসিডেন্টের নাম ঘোষণা করতে হবে।