কাশ্মীরে ভারতের সেনা ফাঁড়িতে জঙ্গী হামলা, ৫ জন নিহত

কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের মানচিত্র

বিতর্কিত কাশ্মীর অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর এক ফাঁড়িতে বৃহস্পতিবার জঙ্গীরা হামলা চালায়। হামলায় তিন সৈন্য এবং গোলাগুলিতে দুই হামলাকারী নিহত হয়েছেন। ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের আগে বর্ধিত নিরাপত্তার মধ্যেই এমন হামলা হল।

ভারতের একমাত্র মুসলিম প্রধান এই অঞ্চলের রাজৌরিতে দিনের শুরুর দিকে ঐ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর ফাঁড়ির আশেপাশের এলাকাটি ঘেরাও করে ফেলা হয়। সেনাবাহিনী তল্লাশি অভিযান চালিয়েছে বলে, সেনাবাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে জানায়।

গণমাধ্যমের সাথে কথা বলার অনুমতি না থাকায়, পরিচয় গোপন রাখার শর্তে ঐ কর্মকর্তা বলেন, “হামলায় তিনজন সৈন্য নিহত ও দুইজন আহত হয়েছেন। তবে, সৈন্যরা পাল্টা গুলি চালিয়ে দুই জঙ্গীকে মেরে ফেলে।”

ভারত সরকার কাশ্মীরের সাংবিধানিক স্বায়ত্ত্বশাসন প্রত্যাহার করে নেওয়ার তৃতীয় বার্ষিকীর মাত্র কয়েক দিনের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। হামলাটি দুইটি উল্লেখযোগ্য তারিখের মধ্যবর্তী সময়ে সংঘটিত হল। সোমবার ভারত ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের ৭৫তম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে।

বিশেষ স্বায়ত্ত্বশাসন হারানোকে কাশ্মীরের অনেকেই ভারতের হিন্দু জাতীয়তাবাদী সরকারের মুসলিমদের অধিকার খর্ব করার একটি পদক্ষেপ হিসেবে দেখেছিলেন। সরকার এমন দাবি প্রত্যাখ্যান করে। ভারতের সরকার বলে যে, তারা ঐ অঞ্চলটিকে বাকি ভারতের সাথে আরও সম্পৃক্ত করার মাধ্যমে ঐ অঞ্চলের উন্নয়ন করবে।