চীনের সাংহাইসহ বেশ কয়েকটি বড় শহর কোভিড-১৯ সংক্রমণের নতুন ক্লাস্টার মোকাবিলায় লাখ লাখ বাসিন্দার ওপর নতুন টেস্ট বা লকডাউন চালু করছে। ইন্টারনেটে কিছু ব্যবস্থার সমালোচনা করা হচ্ছে।
সোমবার পর্যন্ত পাওয়া সরকারি তথ্যের ভিত্তিতে রয়টার্সের গণনা অনুসারে, রবিবার প তারর্যন্ত গত সাত দিনে চীন গড়ে প্রায় ৩৯০ টি স্থানীয় দৈনিক সংক্রমণ রিপোর্ট করেছে, যা সাত দিন আগের গড়, অর্থাৎ প্রায় ৩৪০-এর চেয়ে বেশি।
যদিও এশিয়ার অন্যান্য অংশে কোভিডের পুনরুত্থানের তুলনায় এটি ক্ষুদ্র। প্রাদুর্ভাবের আবির্ভাব হওয়ার সাথে সাথে তা দূর করার জন্য চীন তার চলমান জিরো কোভিড নীতি বাস্তবায়নের বিষয়ে অনড় রয়েছে। পূর্বে কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণে যখন এটি বড় প্রাদুর্ভাবে পরিণত হয়েছিল, তখন স্থানীয় কর্মকর্তারা অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষতির বিনিময়ে হলেও মাসব্যাপী লকডাউনের মতো কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছিল।
সাংহাইয়ের বাণিজ্যিক কেন্দ্র এখনো বসন্ত কালের দুই মাসের কঠোর লকডাউন থেকে পুরোপুরি পুনরুদ্ধার করতে পারেনি এবং এখনো প্রতিদিন সংক্রমণের বিক্ষিপ্ত খবর আসছে। সাংহাইয়ের ১৬টি জেলার অনেকগুলোতে এবং সম্প্রতি নতুন সংক্রমণের খবর পাওয়া কিছু ছোট এলাকায় গণ পরীক্ষার পরিকল্পনা করা হয়েছে। গত সপ্তাহেও অনুরূপ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল।
স্থানীয় সংক্রমণের হার শূন্যের কোঠায় নামার এক সপ্তাহ পরে রাজধানী বেইজিং-এ দুটি সংক্রমণ ধরা পড়েছে- তাদের একজন আন্তর্জাতিক ফ্লাইট ক্রু সদস্য এবং একজন ওই ব্যক্তির রুমমেট।