ইউক্রেনের প্রেসিডেন্ট নিরাপত্তা প্রধান ও প্রসিকিউটর জেনারেলকে বরখাস্ত করলেন

কিয়েভে এক সংবাদ সম্মেলন চলাকালীন মঞ্চে দাঁড়ানো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি, ৩ জুলাই ২০২২। (ফাইল ফটো)

এসবিইউ নামে পরিচিত ইউক্রেনের শক্তিশালী অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থাটির প্রধান এবং দেশটির প্রসিকিউটর জেনারেলকে বরখাস্ত করে রবিবার দিনের শেষদিকে এক নির্বাহী আদেশ জারি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি।

এসবিইউ প্রধান ইভান বাকানভ এবং প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিকটোভাকে বরখাস্তকারী আদেশটি প্রেসিডেন্টের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত হয়। বাকানভ প্রেসিডেন্ট জেলেন্সকির ছোটবেলার বন্ধু আর ভেনেডিকটোভা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধের বিচার প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছিলেন।

টেলিগ্রামে করা পৃথক এক পোস্টে জেলেন্সকি বলেন যে, তিনি এই উচ্চপদস্থ কর্মকর্তাদের বরখাস্ত করেছেন, কারণ এমন অনেক ঘটনা সামনে এসেছে যাতে এই দুইজনের নেতৃত্বাধীন সংস্থাগুলোর সদস্যরা রাশিয়ার সাথে সহযোগিতা করেছেন।

তিনি জানান যে, প্রসিকিউটরের সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে দেশদ্রোহ ও রাশিয়াকে সহযোগিতার অভিযোগে ৬৫১টি মামলা দায়ের হয়েছে। এছাড়াও, রুশ অধিকৃত ইউক্রেনের এলাকাগুলোতে বাকানভ ও ভেনেডিকটোভার সংস্থার ৬০ কর্মকর্তা বর্তমানে ইউক্রেনের বিরুদ্ধে কাজ করছেন।

জেলেন্সকি বলেন, “রাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ভিত্তির বিরুদ্ধে অপরাধের এমন ব্যাপ্তি … সংশ্লিষ্ট প্রধানদের বিষয়ে খু্বই গুরুতর প্রশ্ন উত্থাপন করে।”

তিনি বলেন, “এই সমস্ত প্রশ্নেরই যথাযথ উত্তর দেওয়া হবে।”

ওলেকসি সিমোনেঙ্কো-কে নতুন প্রসিকিউটর জেনারেল হিসেবে নিয়োগ দিয়ে পৃথক একটি নির্বাহী আদেশ জারি করেন জেলেন্সকি। সেই আদেশও প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।