পরমাণু আলোচনায় অচলাবস্থার মধ্যেই আরও ৬১ আমেরিকানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইরান

তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দরে ইরানের পরমাণু শক্তি প্রতিষ্ঠানের সহকারি প্রধান, বেহরুজ কামালবান্দি-র সাথে আলাপ করছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক, রাফায়েল মারিয়ানো গ্রসি (ডানে), ২২ নভেম্বর ২০২১।

আরও ৬১ জন আমেরিকানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ইরান সরকারের বিরোধীতাকারী এক গোষ্ঠীকে সমর্থন করার কারণে নিষেধাজ্ঞা আরোপ করা ব্যক্তিদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রয়েছেন বলে, শনিবার তেহরান জানিয়েছে। এদিকে, ২০১৫ সালের এক পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য কয়েক মাস ধরে চলা আলোচনাটি অচলাবস্থার মধ্যে রয়েছে।

মুজাহিদিন-ই-খালক (এমইকে) নামে নির্বাসিত ঐ বিরোধী গোষ্ঠীটির প্রতি সমর্থন জানানোর কারণে ইরানের পররাষ্ট্র মন্ত্রক কালো তালিকাটি প্রকাশ করে। ঐ তালিকায় আরও আছেন রিপাবলিকান দলীয় সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবি রুডি জুলিয়ানি এবং হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা বিষয়ক সাবেক উপদেষ্টা জন বল্টন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এমন খবর জানায়।

অতীতেও ডজনকয়েক আমেরিকানের বিরুদ্ধে বিভিন্ন কারণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এমন নিষেধাজ্ঞার ফলে ইরান কর্তৃপক্ষ ঐ ব্যক্তিদের ইরানে থাকা যে কোন সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে। তবে এমন পদক্ষেপ অনেকাংশেই প্রতীকি মনে হয়েছে কারণ তাদের এমন সম্পদ থাকার সম্ভাবনা খুবই কম। ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্যে তার সফরটি শেষ করার সময়ে এমন পদক্ষেপের ঘোষণা দিল ইরান।

জুলিয়ানি, পম্পেও এবং বল্টন, তারা সকলেই রিপাবলিকান দলের সদস্য। এমইকে-র অনুষ্ঠানে তাদের অংশগ্রহণ এবং গোষ্ঠীটির প্রতি তাদের সমর্থন প্রকাশের বিষয়টি বহুল প্রচারিত। পম্পেও এবং বল্টন, উভয়েই ট্রাম্পের অধীনে দায়িত্ব পালন করেন।

জানুয়ারিতে ৫১ জন এবং এপ্রিলে অপর আরও ২৪ জন আমেরিকানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইরান।

পররাষ্ট্র মন্ত্রকের এক প্রতিনিধি শনিবার বলেন, “যুক্তরাষ্ট্র নিজেদের নাগরিকদের নিরাপদ ও সুরক্ষিত রাখবে। এর মধ্যে যারা এখন দায়িত্বে নিয়োজিত আছেন তারা রয়েছেন এবং যারা ইতোপূর্বে দায়িত্বে নিয়োজিত ছিলেন তারাও রয়েছেন।” তিনি আরও বলেন, “হুমকি ও উস্কানির বিরুদ্ধে আমাদের সংকল্পে আমরা ঐক্যবদ্ধ এবং ইরানের যে কোন আক্রমণ প্রতিহত করতে ও তার জবাব দিতে আমরা আমদের মিত্র ও সহযোগীদের সাথে কাজ করে যাব।”