গত তিনদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি), কোরবানি সংশ্লিষ্ট প্রায় ২১ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারন করেছে।
ডিএসসিসি ৯ জুলাই সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত, বর্জ্যবাহী গাড়ির চার হাজার ৮৮০টি ট্রিপের মাধ্যমে, মোট ২০ হাজার ৬২৬.৩৪ মেট্রিক টন বর্জ্য, কোরবানির হাট ও বিভিন্ন এলাকা থেকে মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে স্থানান্তর করেছে।
এদিকে, ঈদের তৃতীয় দিন মঙ্গলবারও, ডিএসসিসি এলাকার ৫৮টি ওয়ার্ডে পশু কোরবানি করা হয়েছে। ঈদুল আজহার তৃতীয় দিনে ৫৮টি ওয়ার্ডে ৯৩৫টি পশু কোরবানি করা হয়।
মঙ্গলবার সকাল থেকে শুরু হয়ে, বিকাল সাড়ে ৩টা পর্যন্ত এসব পশু জবাই করা হয়। সন্ধ্যা সোয়া ছয়টা নাগাদ সকল ওয়ার্ড থেকে ঈদের তৃতীয় দিনে জবাই করা পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।