সাবেক ট্রাম্প সহযোগী ব্যানন ৬ জানুয়ারির দাঙ্গা বিষয়ে সাক্ষ্য প্রদানের প্রস্তাব দিয়েছেন

২০ আগস্ট ২০২০ তারিখে নিউ ইয়র্ক শহরের ম্যানহ্যাটান ফেডারেল আদালত থেকে বের হচ্ছেন হোয়াইট হাউজের সাবেক প্রধান কৌশলবিদ স্টিভ ব্যানন। (ফাইল ফটো)

ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সাবেক এক উপদেষ্টা, স্টিভ ব্যানন কংগ্রেসের প্যানেলকে জানিয়েছেন যে তিনি সাক্ষ্য দিতে রাজি আছেন। ঐ প্যানেল ৬ জানুয়ারি ২০২১ তারিখে ইউএস ক্যাপিটলে আক্রমণের ঘটনাটি তদন্ত করছে। কংগ্রেস অবমাননার অভিযোগে নিজের বিচার আরম্ভের মাত্র কয়েকদিন আগে ব্যাননের সিদ্ধান্তের এমন পরিবর্তন হল।

কমিটিকে পাঠানো ও রয়টার্সের প্রত্যক্ষ করা এক চিঠিতে, ব্যাননের আইনজীবী রবার্ট কসটেলো লেখেন যে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাহী অধিকারের দাবিটি পরিত্যাগ করবেন। কমিটির সামনে তার উপস্থিত না হওয়ার জন্য আগে এমন অধিকারের কথা উল্লেখ করেছিলেন ব্যানন।

ব্যানন ২০১৭ সালে ট্রাম্পের প্রধান কৌশলবিদ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ডানপন্থী গণমাধ্যমের এক বিশিষ্ট ব্যক্তিত্ব। ১৮ জুলাই তারিখে তার বিচারকার্য আরম্ভ হওয়ার কথা। সাক্ষ্য ও নথিপত্র প্রদানে অস্বীকৃতি জানানোর কারণে দুইটি অবমাননার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

তার আইনজীবির পাঠানো চিঠিতে বলা হয়, ব্যানন জনসম্মুখে উন্মুক্ত সাক্ষ্য দিতে আগ্রহী। তবে, ঐ কমিটির ডেমোক্রেট দলীয় কংগ্রেস সদস্য জো লফগ্রেন সিএনএন-কে বলেন যে, সাধারণত কমিটি একান্তে জবানবন্দি গ্রহণ করে থাকে।

হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ-এর এই কমিটির শুনানী চলাকালীন, শপথ নেওয়া সাক্ষীদের একান্তে দেওয়া জবানবন্দির কিছু কিছু অংশের ভিডিও জনসমক্ষে প্রকাশ করা হয়েছে।

ব্যাননকে ট্রাম্পের পাঠানো ও রয়টার্সের প্রত্যক্ষ করা এক চিঠিতে, ট্রাম্প বলেন যে, তিনি তার নির্বাহী অধিকার পরিত্যাগ করছেন কারণ তিনি “দেখেছেন যে আপনার [ব্যানন] ও অন্যান্যদের সাথে কতটা অন্যায় আচরণ করা হয়েছে।”

এই সপ্তাহের মঙ্গল ও বৃহস্পতিবার ঐ প্যানেলের উন্মুক্ত শুনানির দিন ধার্য করা হয়েছে।