জার্মানিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন জেলেন্সকি

ফাইল - বার্লিনে, বার্ষিক প্রেস অ্যাসোসিয়েশন বল (বুন্ডেসপ্রেসবল) এর উদ্বোধনী অনুষ্ঠানে জার্মানিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত অ্যান্ড্রি মেলনিক এবং তার স্ত্রী। ২৯ এপ্রিল, ২০২২।

জার্মানিতে নিযুক্ত ইউক্রেনের বিতর্কিত রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি।

শনিবার, রাষ্ট্রদূত আন্দ্রি মেলনিককে প্রত্যাহার করে নেন জেলেন্সকি। মেলনিকের সাম্প্রতিক সময়ে করা বিতর্কিত এক মন্তব্যের জেরে জেলেন্সকি এই পদক্ষেপ নিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউক্রেন দখল করার সময় নাৎসিদের সহযোগিতা করা ইউক্রেনের নাগরিক স্টেপান বান্দেরার পক্ষে সাফাই গেয়েছিলেন মেলনিক।

তিনি এক সাক্ষাত্কারে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের সংগঠনের নেতা বান্দেরা, ইহুদি এবং পোলিশদের গণহত্যাকারী ছিলেন না।

মেলনিকের ওই মন্তব্যের পর জার্মানি, পোল্যান্ড এবং ইসরায়েল থেকে সর্বসাধারণের প্রতিবাদের ঝড় ওঠে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও মেলনিকের মন্তব্য থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, মেলনিকের মন্তব্য "ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানকে প্রতিফলিত করে না।"