কিউবার ২৮ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আরোপ

কিউবার হাভানায় মার্কিন দূতাবাসের পাশ দিয়ে একটি পুরানো আমেরিকান গাড়ি যাচ্ছে। মে ৩, ২০২২।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গত শনিবার কিউবার ২৮ জন কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। অভিযোগে বলা হয় ,তারা প্রায় বছরখানেক আগে কিউবায় শান্তিপূর্ণ একটি বিক্ষোভের বিরুদ্ধে দমন-পীড়নের সাথে জড়িত ছিল।

এক বিবৃতিতে বিভাগটি জানিয়েছে, কিউবার কমিউনিস্ট পার্টির উচ্চপদস্থ সদস্য এবং দেশটির রাষ্ট্রীয় যোগাযোগ ও গণমাধ্যম খাতে কর্মরত কর্মকর্তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

স্টেট ডিপার্টমেন্ট কিউবার সেই দলীয় কর্মকর্তাদের বিরুদ্ধে গত ১১ ই জুলাই, ২০২১ বিক্ষোভের সাথে জড়িত শত শত লোককে অন্যায়ভাবে আটক এবং তাদের প্রতি সহিংস আচরণ ,প্রহসনমূলক বিচার এবং দশকের পর দশক ধরে কারাদণ্ড দেয়ার মত নীতি নির্ধারণের সাথে জড়িত থাকার জন্য অভিযুক্ত করেছে। গত কয়েক দশকের মধ্যে এটি ছিল কমিউনিস্ট পরিচালিত দ্বীপরাষ্ট্রে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ।

কিউবার সরকার তার জনগণকে নিজেদের মধ্যে এবং বহির্বিশ্বের সাথে যোগাযোগ বন্ধ করতে “ইন্টারনেট থ্রটলিং”ও ব্যবহার করেছে বলে স্টেট ডিপার্টমেন্ট জানায়।

তাদের পক্ষ থেকে আরও বলা হয়, 'রাষ্ট্রীয় গণমাধ্যম কর্মকর্তারা ১১ জুলাই, ২০২১ তারিখে কারারুদ্ধ বিক্ষোভকারী ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, বিশেষ করে যারা তাদের প্রিয়জনদের মামলা নিয়ে প্রকাশ্যে কথা বলেন।’

ওয়াশিংটন প্রেসিডেন্ট রিগ্যান যুগের একটি নীতির অধীনে এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যা কিনা মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী নয় এমন কিউবান সরকারি কর্মী এবং কমিউনিস্ট পার্টির কর্মকর্তাদের প্রবেশ স্থগিত করে।