স্বাস্থ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী পদত্যাগ করায় ব্রিটেনে প্রধানমন্ত্রী জনসন সংকটের সম্মুখীন

এ ছবিটিতে দেখা যাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন লন্ডনের ডাউনিং স্ট্রিট থেকে বের হচ্ছেন। ৫ জুলাই, ২০২২।

ব্রিটেনের অর্থ ও স্বাস্থ্য মন্ত্রীরা মঙ্গলবার পদত্যাগ করেছেন, যা প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য চূড়ান্ত আঘাত বলে মনে হচ্ছে। বরিস জনসন তার একজন মন্ত্রীর বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগের সাথে জড়িত কেলেঙ্কারির জন্য ক্ষমা চাওয়ার চেষ্টা করেছিলেন।

স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভিদ একটি বিবৃতিতে তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন, বলেছেন যে তিনি "আর ভালো বিবেক নিয়ে চলতে পারবেন না।"

কিছুক্ষণ পরে, অর্থমন্ত্রী ঋষি সুনাকও পদত্যাগ করার ঘোষণা দেন।

প্রাক্তন হুইপ ক্রিস পিনচারের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ থাকার পরও তিনি যে সরকারী চাকরির জন্য অনুপযুক্ত তা প্রধানমন্ত্রী জনসন বলেছেন যে তিনি তা বুঝতে পারেননি এবং সে জন্য প্রধানমন্ত্রী ক্ষমা চাইছেন বলে জানান । আর এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রী দু ‘জন পদত্যাগ করেন।

জনসন সংবাদদাতাদের বলেন, " এখন পেছনে ফিরে দেখছি , এটা করাটা ভুল ছিল। যারা এতে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমাপ্রার্থী।"