জ্বালানি সংকটের কারণে শ্রীলঙ্কার স্কুলগুলো বন্ধ হয়ে গেল

শ্রীলঙ্কার কলম্বোতে দেশের অর্থনৈতিক সংকটের মধ্যে জ্বালানি ঘাটতির কারণে রাস্তায় কম যানবাহন থাকায় একজন ব্যক্তি প্রধান সড়ক ধরে সাইকেল চালাচ্ছেন। ২৮ জুন, ২০২২।

কর্মকর্তারা বলছেন, সোমবার থেকে শ্রীলঙ্কার স্কুলগুলো আরও এক সপ্তাহের জন্য বন্ধ হয়ে গেল ।

নগদ অর্থের সংকটে থাকা দেশটি আর্থিক সমস্যায় রয়েছে এবং খাদ্য, ওষুধ, জ্বালানিসহ অন্যান্য বিল পরিশোধ করতে লড়াই করছে।

কর্মকর্তারা বলছেন, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে শ্রেণিকক্ষে পৌঁছে দেয়ার জন্য পরিবহন চালানোর মতো পর্যাপ্ত জ্বালানি নেই।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা নতুন তেল কেনার অর্থের জন্য প্রবাসীদেরকে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাতে বলছেন।

উইজেসেকরা বলেন, কর্মীদের রেমিটেন্স সাধারণত মাসে ৬০ কোটি ডলার, তবে জুন মাসে তা ৩১ কোটি ৮০ লাখ ডলারে নেমে এসেছে।

এসোসিয়েটেড প্রেসের একটি প্রতিবেদন অনুসারে, সাতটি জ্বালানি সরবরাহকারীর কাছে শ্রীলঙ্কার প্রায় ৮০ কোটি ডলার পাওনা রয়েছে।

কিছু তথ্য এপি থেকে নেয়া হয়েছে।