চীনের আনহুই প্রদেশে ১৭ লাখ মানুষ লকডাউনে

চীনের বেইজিং-এ একজন স্বাস্থ্যকর্মীকে দেখা যাচ্ছে। ঐ শহরের বাসিন্দারা কিছু ভবনে প্রবেশাধিকার এবং গণ পরিবহন ব্যবহার করার জন্য অনুমতি পেতে কোভিড টেস্ট করছেন। ৪ জুলাই, ২০০২।

চীনের মধ্য আনহুই প্রদেশে ১৭ লাখ মানুষ লকডাউনের অধীনে রয়েছে। সেখানে কর্তৃপক্ষ সোমবার প্রায় ৩০০টি নতুন কোভিড কেস রিপোর্ট করেছে।

বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর মধ্যে চীন সর্বশেষ যারা এখনও জিরো কোভিড বিধি মানছে; কঠোর বিচ্ছিন্নতা এবং পরীক্ষার মধ্য দিয়ে তারা কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলা করছে।

কর্মকর্তারা গত সপ্তাহে প্রথমবারের মতো আনহুইতে শতাধিক কোভিড পজিটিভ কেস খুঁজে পান। সাংহাইয়ের মাসব্যাপী লকডাউন এবং রাজধানী বেইজিং-এর কোভিড বিধিনিষেধ থেকে চীনের অর্থনীতি পুনরুজ্জীবিত হতে শুরু করার সময়ে আনহুইতে এ প্রাদুর্ভাব দেখা দেয়।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, প্রদেশটিতে সোমবার ২৮৭টি নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে যার মধ্যে ২৫৮ জনের কোনো উপসর্গ ছিল না। এখন পর্যন্ত মোট সংক্রমণের সংখ্যা এক হাজারের চেয়ে কিছু বেশি।

যদিও চীনের বিশাল জনসংখ্যার তুলনায় সংক্রমণের সংখ্যা কম থাকে, কর্মকর্তারা জোর দিয়ে বলেন যে, স্বাস্থ্যসেবা বিপর্যয় রোধ করার জন্য জিরো কোভিড নীতি প্রয়োজনীয় যা বয়স্কদের মধ্যে অসমভাবে বিতরণ করা চিকিৎসা এবং কম টিকা দেয়ার হারের দিকে ইঙ্গিত করে।

কিন্তু কৌশলটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে আঘাত করেছে এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত দেশে সামান্য প্রতিবাদ হয়েছে।

চীনের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা আর্থিকভাবে সম্পন্ন কিছু বিদেশী ব্যবসা এবং পরিবারকে দেশ ত্যাগে প্ররোচিত করেছে।