বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, “পরীক্ষার হলে যখন আর বন্যার পানি থাকবে না, শিক্ষার্থীরা অনায়াসে বসে পরীক্ষা দিতে পারবে, তখন স্থগিত এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।”
শনিবার (২৫ জুন) চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত মৌসুমী ফল মেলায়, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দীন মিলন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর ড. মশিয়ুর রহমান।