নারায়ণগঞ্জ কারাগারে বিচারাধীন বন্দীর মৃত্যু

প্রতীকী লাশের ছবি

বাংলাদেশের নারায়ণগঞ্জ কারাগারে এক বিচারাধীন বন্দীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রাসেল মিয়া (৩৫) ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার আ. মান্নান মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মাহবুব আলম জানান, “দুদিন আগে ফতুল্লা থানার একটি মাদক মামলায়, রাসেলকে আদালত কারাগারে পাঠান। যেদিন তাকে কারাগারে পাঠানো হয়েছে, সেদিনই তিনি অসুস্থ ছিলেন। মাদকাসক্তের কারণে শ্বাসকষ্টও বেড়ে গিয়েছিল। এজন্য তাকে কারাগারের হাসপাতালে রাখা হয়েছিল। শনিবার সকালে তার অবস্থা আরও খারাপ হলে, ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।”

আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান জেল সুপার মাহবুব আলম।