ফিলাডেলফিয়ায় গুলিতে ৩ জন নিহত, আহত ১১: পুলিশ

ফিলাডেলফিয়ার সাউথ স্ট্রিটে একটি দোকানের সামনের জানালা বুলেটের আঘাতে ছিদ্র হয়ে যায়। রবিবার, ৫ জুন, ২০২২।

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে শনিবার দিনের শেষভাগে, শহরের এক জনপ্রিয় সড়কে জনসমাগমের মধ্যে একাধিক বন্দুকধারী গুলি করা আরম্ভ করলে, তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ পরিদর্শক ডি. এফ. পেস স্থানীয় গণমাধ্যমকে জানান যে, দুইজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন। তিনি আরও বলেন যে ঘটনায় সাড়া দিতে যাওয়া পুলিশ সদস্যরা “একাধিক বন্দুকধারীকে ভিড়ের মধ্যে গুলি করতে দেখেন।”

পেস বলেন, “আপনারা ভাবতেই পারছেন যে, সাউথ স্ট্রিটে তখন শত শত মানুষ উপস্থিত ছিল, যেমনটা প্রতি সপ্তাহান্তেই হয়ে থাকে।”

তিনি বলেন যে, কর্মকর্তারা একজন বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি চালায়, যদিও এটা পরিষ্কার নয় যে তার গায়ে গুলি লেগেছিল কিনা।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে যে, কাউকে গ্রেফতার করা হয়নি।

পেস জানান যে, ঘটনাস্থল থেকে দুইটি ছোট বন্দুক উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, শনিবার রাতে বন্ধ থাকা আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ক্যামেরার ফুটেজ দেখার জন্য পুলিশকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ঘটনার তদন্তকে পেস “চলমান” হিসেবে বর্ণনা করে বলেন যে, এখনও “অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি রয়েছে।”