কলকাতায় মৃত্যু বাংলাদেশের যুবকের, পাসপোর্ট না থাকায় কাঁটাতারের ওপার থেকে সিঁদুর মুছলেন স্ত্রী

প্রতীকী ছবি

বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন অমিয় মজুমদার। থাইরয়েডের সমস্যা ছিল তার। ভারতের বাঁকুড়ায় কাকার বাড়িতে উঠেছিলেন। চিকিৎসা চলছিল কলকাতায়। কিন্তু চিকিৎসা বেশিদূর এগোনোর আগেই মৃত্যু হল তার। ভিডিওর মাধ্যমে স্বামীর মরদেহ দেখে বাংলাদেশে কান্নায় ভাসলেন স্ত্রী। মুছলেন সিঁথির সিঁদুর। পাসপোর্ট না থাকায় মৃত্যুর খবর পেয়েও কাঁটাতার পেরোতে পারেননি স্ত্রী মিতালি ও পরিবারের অন্যান্য সদস্যরা।

জানা গেছে অমিয় মজুমদার বরাবরই রাতে বেশিক্ষণ জেগে থাকতেন। সকালে দেরি করে ঘুম থেকে উঠতেন। এদিন সকালেও অনেকক্ষণ পর্যন্ত ঘুমোচ্ছিলেন। বেলা বাড়তেই ডাকাডাকি শুরু হয়। কিন্তু আর তিনি ওঠেননি। চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাকে মৃত বলে ঘোষণা করেন।

অমিয়র থাইরয়েডের চিকিৎসা চলছিল কলকাতায়। এমনকি তাকে ভেলোরে নিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল। কিন্তু সেই চিকিৎসার সুযোগই পাওয়া গেল না। হোয়াটসঅ্যাপে ভিডিওর মাধ্যমে শ্মশানে স্বামীর মৃতদেহ দেখানো হয় তার স্ত্রী মিতালিকে। কান্নায় ভেঙে পড়েন তিনি। ভিডিও দেখেই মুছে ফেলেন সিঁদুর, ভাঙেন হাতের শাখা। এমন করুণ দৃশ্য দেখে চোখে জল চলে আসে উপস্থিত স্থানীয়দেরও।

বাংলাদেশের বাগেরহাট জেলার শুড়িগাটিতে বাড়ি অমিয় মজুমদারের। বাড়িতে তার স্ত্রী, নাবালিকা মেয়ে এবং বৃদ্ধ বাবা রয়েছেন। অমিয়বাবুর মৃত্যুর খবর পেয়ে বারবার সংজ্ঞাহীন হয়ে পড়ছিলেন তার বাবা। এদেশে তার কাকা মেঘনাথ মজুমদার দেহ সৎকার করেছেন।