এশীয়-আমেরিকানদের প্রতি বিদ্বেষমূলক অপরাধ নিয়ে কথা বলতে কে-পপ ব্যাণ্ড বিটিএসের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন

দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্যরা নেভাদার লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরিনায় ৬৪ তম বার্ষিক গ্র্যামি এওয়ার্ড অনুষ্ঠানে ছবির জন্য পোজ দিচ্ছেন। ৩ এপ্রিল, ২০২২। ফাইল ছবি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানিয়েছে, জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে এ দেশে এশীয় এবং এশীয় বংশদ্ভূতদের বিরুদ্ধে সংঘটিত ঘৃণামূলক অপরাধ নিয়ে কথা বলতে আগামী সপ্তাহে হোয়াইট হাউজে যাবেন।

এতে আরও জানানো হয়, মঙ্গলবার বাইডেন আন্তর্জাতিকভাবে সুপরিচিত এই ব্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদের সাথে “এশীয় অন্তর্ভুক্তি এবং প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা করবেন এবং এশীয়দের প্রতি বিদ্বেষমূলক অপরাধ ও বৈষম্য়ের ওপর আলোকপাত করবেন যা সাম্প্রতিক বছরগুলোতে আরও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।”

দক্ষিণ কোরীয় এই বয় ব্যান্ডের ৭ সদস্য তাদের গান ও নাচের জন্য পরিচিত এবং বিশ্বব্যাপী তারা প্রচুর ফ্যান বা ভক্ত তৈরি করেছে। ফেব্রুয়ারিতে টানা দ্বিতীয়বারের মতো তারা আইএফপিআই গ্লোবাল রেকর্ডিং আর্টিস্ট অফ দ্য ইয়ার শিরোপা জিতেছে।

গত বছর থেকে এশীয় আমেরিকানদের প্রতি ঘৃণামূলক অপরাধ অনেক বেড়েছে। এ দেশে মে মাসটি এশিয়ান আমেরিকান এবং নেটিভ হাওয়াইয়ান/প্যাসিফিক আইল্যান্ডার (এএএনএইচপিআই)-মাস হিসাবে স্বীকৃত মাস, এমন সময় এই সাক্ষাৎ হচ্ছে। কিছু রাজনীতিবিদ এবং বিশেষজ্ঞ অন্যান্য উত্তেজনার মধ্যে আমেরিকানদেরকে কোভিড-১৯ এর জন্য চীনকে দোষারোপ করতে উৎসাহিত করেছেন।

এই মাসেই এক ব্যক্তির বিরুদ্ধে ডালাসের একটি চুল কাটার সেলুনে এশীয় বংশোদ্ভূত ৩ নারীকে গুলি করার অভিযোগ আনা হয়েছিল। একই সময়ে ক্যালিফোর্নিয়ায় অন্য একজনের বিরুদ্ধে তাইওয়ানি-আমেরিকান গির্জায় গুলি করে ১জনকে হত্যা এবং ৫ জনকে আহত করার অভিযোগ আনা হয়েছিল।কর্তৃপক্ষ দুটি ঘটনাকেই সম্ভাব্য ঘৃণামূলক অপরাধ হিসেবে তদন্ত করেছে।

২০১৩ সালে আত্মপ্রকাশ করার পর থেকে কে-পপ তারকারা তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে তাদের গান এবং সামাজিক প্রচারাভিযান ব্যবহার করার জন্য পরিচিত।