জেলেন্সকি বলেছেন, আলোচনার একমাত্র পথ সরাসরি পুতিনের সাথে কথা বলা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ডাভোসে বিশ্ব অর্থনৈতিক সংস্থার বার্ষিক সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেন। ২৩ মে, ২০২২।

বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, তিনি রাশিয়ার সাথে আলোচনার জন্য প্রস্তুত, তবে শুধুমাত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তিনি সরাসরি আলোচনা করবেন।

বিশ্ব অর্থনৈতিক সংস্থার বার্ষিক সভায় ভিডিও-র মাধ্যমে দেয়া এক বক্তৃতায় তিনি বলেন, পুতিন “বাস্তবতা বুঝতে পারলে” সংঘর্ষ থেকে বেরিয়ে আসার একটি কূটনৈতিক উপায় খুঁজে বের করার সম্ভাবনা রয়েছে।

জেলেন্সকি আরও বলেন, রাশিয়ার সাথে আলোচনায় যাওয়ার প্রথম পদক্ষেপ হবে ফেব্রুয়ারির শেষের দিকে রাশিয়ার আক্রমণ শুরু হবার আগে রুশ সেনাবাহিনী যে স্থলে ছিল সেখানে ফিরে যাওয়া।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে অপর পক্ষ আলোচনায় আসতে ইচ্ছুক নয়- এমন পাল্টাপাল্টি অভিযোগের ফলে আলোচনার মাধ্যমে সংঘাতের সমাপ্তিতে পৌঁছানোর কোনো লক্ষণ দেখা যায়নি।

জেলেন্সকি যুক্তরাষ্ট্রের একটি প্রাথমিক বিদ্যালয়ে ম্যাস শ্যুটিং-এ নিহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, “আমি যতদূর জানি, ১৯ জন শিশুসহ ২১ জন নিহত হয়েছে। এটা ভয়াবহ, শান্তিপূর্ণ সময়ে বন্দুকধারীদের শিকার হওয়া।”

রুশ বাহিনী লুহানস্ক অঞ্চলের সেভেরোদোনেটস্কসহ পূর্ব ইউক্রেনে বোমাবর্ষণ করেছে। জেলেন্সকির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক ইউক্রেনে যুদ্ধ শেষ করার উদ্দেশে রাশিয়াকে চাপ দেয়ার জন্য পদক্ষেপ নিতে বিদেশী সরকারগুলোকে চাপ দেন।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেয়া হয়েছে।