মহামারী “অবশ্যই শেষ হয়নি”: ডব্লিউএইচও প্রধান

লস এঞ্জেলিসে মাস্ক পরা লোকজন কভিড পরীক্ষার জন্য লাইনে অপক্ষো করছেন (ফাইল ফটো, ডিসেম্বর ৩০, ২০২১)। 1.

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস রোববার ৭৫তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে বলেছেন, কোভিড মহামারী “অবশ্যই সমাপ্ত হয়নি।”

কিছু দেশ কোভিড বিধিনিষেধ প্রত্যাহার করায় এবং কোভিড সংক্রমণ পুনরায় বৃদ্ধি পাওয়ায় তিনি এই সতর্কবাণী উচ্চারণ করলেন।

টেড্রোস বলেন, “সমস্ত অঞ্চলের প্রায় ৭০টি দেশে সংক্রমণের হার বাড়ছে বলে খবর পাওয়া য়াচ্ছে।”

ডব্লিউএইচও প্রধান বলেছেন, যদিও বিশ্বব্যপী ৬০ লাখেরও বেশি করোনা সংক্রমণে মৃত্যুর খবর পাওয়া গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমান, মৃতের সংখ্যা প্রকৃতপক্ষে আরও অনেক বেশি; “প্রায় ১ কোটি ৫০ লাখ” ।

টেড্রোস দেশগুলোকে তাদের জনসংখ্যার ৭০ শতাংশকে টিকা দেয়াসহ কোভিড নির্মূল করার জন্য যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

ডব্লিউএইচও নেতা সতর্ক করে দিয়ে বলেন, “মহামারীটি যাদুমন্ত্রবলে অদৃশ্য হয়ে যাবে না,তবে আমরা এটি সমাপ্ত করতে পারি……বিজ্ঞানের কারণে আমরা সুবিধাজনক অবস্থায় আছি।“

সোমবার ভোরে জন্স হপকিন্স করোনা ভাইরাস রিসোর্স সেন্টার বিশ্বব্যপী ৫২ কোটি ৫০ লাখ মানুষেরও বেশি কোভিড সংক্রমণের এবং ৬০ লাখেরও মানুষের কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংবাদ দিয়েছে।