নেত্রকোণায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ২৫

বাংলাদেশের নেত্রকোণা জেলার, সদর উপজেলার চল্লিশা এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। সোমবার (২৩ মে) ভোর সাড়ে ৫টার দিকে নেত্রকোণা ও ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসচালক সবুজ মিয়া ও সুপারভাইজার সুহেল মিয়া।

নেত্রকোণা মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, “সোমবার ভোরে চল্লিশা এলাকায়, ঢাকাগামী ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে চট্রগ্রামগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাসচালক নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত সুপারভাইজার সুহেল মিয়া, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। দুজনের মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুন মিয়া জানান, “আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।”

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানান, “দুর্ঘটনায় নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে যান চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিল। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।”