অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ রবিবার জানান যে, অস্ট্রেলিয়ার নীতি পরিবর্তনের বার্তা দিতে তিনি জাপানে অনুষ্ঠিতব্য কোয়াড বৈঠকে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন।
কোয়াড অন্তর্ভুক্ত দেশগুলো হল যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত।
সিডনির পশ্চিমাংশের এক ক্যাফে থেকে তিনি সাংবাদিকদের বলেন, “কোয়াড নেতাদের বৈঠকটি অস্ট্রেলিয়ার জন্য প্রথম অগ্রাধিকার, এবং সেটা আমাদেরকে বিশ্ববাসীর কাছে এই বার্তা পৌঁছাতে সাহায্য করবে যে, অস্ট্রেলিয়ায় সরকার বদল হয়েছে। কিছু নীতির পরিবর্তন করা হবে, বিশেষ করে জলবায়ু পরিবর্তন এবং সেসব বিষয়ে বিশ্বের সাথে আমাদের দেনদরবারের ব্যাপারে।” ঐ ক্যাফেতে তিনি এক স্থানীয় সংসদ সদস্য এবং তার সমর্থকদের সাথে মতবিনিময় করছিলেন।
অ্যালবানিজ জানান যে, সোমবার প্রধানমন্ত্রী হিসেবে তিনি সহ তার লেবার পার্টির মোট পাঁচ সদস্য মন্ত্রী হিসেবে শপথ নেবেন।
তবে ভোটের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হতে এখনও কয়েকদিন লাগতে পারে। রবিবার দুপুরে ডাকযোগে পাঠানো ব্যালট গণনা আরম্ভ হবে, যা কিনা অন্যান্যবারের ভোটের তুলনায় দুইদিন আগে শুরু হচ্ছে। এ বছর রেকর্ড সংখ্যক ২৭ লক্ষ ভোট ডাকযোগে পাঠানো হয়।