বাংলাদেশের নরসিংদী জেলার বেলাব উপজেলায় মা, ছেলে ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ মে) সকালে উপজেলার পাটুলি ইউনিয়নের বাবলা গ্রামে নিজ বাড়ি থেকে তাদের রাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন-একই এলাকার গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম (৩৬), তার ১২ বছর বয়সী ছেলে রাব্বি শেখ ও সাত বছরের মেয়ে রাকিবা শেখ।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, রবিবার সকালে পরিবারের অন্য সদস্যরা ঘরে তাদের তিনজনের গলাকাটা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে কিছু বলতে পারেনি পুলিশ। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কে বা করা হত্যা করেছে তা পরে বলা যাবে।