বুধবার ম্যাসাচুয়েটস ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ বলেছে, তারা সম্প্রতি কানাডা ভ্রমণ করা এক ব্যক্তির মধ্যে মাংকি পক্স সংক্রমণের একটি কেস সনাক্ত করেছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) বলেছে, তাদের ল্যাবগুলো বুধবার বিকেলে মাংকি পক্সের সংক্রমণ সনাক্ত করেছে।
কানাডার পাবলিক হেলথ এজেন্সি বুধবার শেষার্ধে একটি বিবৃতি জারি করে বলেছে, তারা ইউরোপে মাংকি পক্সের সংক্রমণ নিয়ে সচেতন এবং বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি।
মাংকি পক্স মানুষের গুটি বসন্তের মতো কিন্তু মৃদু একটি বিরল ভাইরাসের সংক্রমণ ।পশ্চিম এবং মধ্য আফ্রিকায় এর সংক্রমণ বেশি দেখা যায়। ১৯৭০ এর দশকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে প্রথম এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। পশ্চিম আফ্রিকায় গত এক দশকে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে।
উপসর্গগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা এবং ত্বকের ফুসকুড়ি মুখ থেকে শুরু হয়ে শরীরের বাকি অংশে ছড়িয়ে পড়া।
ম্যাসাচুয়েটস এজেন্সি বলেছে, ভাইরাসটি মানুষের মধ্যে সহজে ছড়ায় না তবে বডি ফ্লুইড, মাংকি পক্সের ঘা, বিছানাপত্র বা পোশাক মাংকি পক্সের পুঁজ দিয়ে দূষিত হলে, দীর্ঘক্ষণ মুখোমুখি সংস্পর্শে থাকার ফলে ড্রপলেটের মাধ্যমে সংক্রমণ ঘটতে পারে।
সিডিসি আরও বলেছে, তারা গত দুই সপ্তাহের মধ্যে পর্তুগাল, স্পেন এবং যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে মাংকি পক্স সংক্রমণের একাধিক ক্লাস্টার চিহ্নিত করেছে।