বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, এখন আয় ২৮২৪ ডলার

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অস্থায়ী হিসাব অনুযায়ী চলতি ২০২১–২২ অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন ২ হাজার ৮২৪ ইউএস ডলার। আগের অর্থবছরে এই আয় ছিল ২ হাজার ৫৯১ ইউএস ডলার। এই হিসাব অনুযায়ী মাথাপিছু আয় বেড়েছে ২৩৩ ইউএস ডলার।

মঙ্গলবার (১০ মে) রাজধানী ঢাকার এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি এতে যোগ দেন।

এম এ মান্নান বলেন, “আমাদের মাথাপিছু আয় ২০২১-২২ অর্থবছরে ২ হাজার ৮২৪ বা দুই লাখ ৪১ হাজার ৪৭০ টাকায় পৌঁছেছে, যা গত অর্থবছরে (২০২১-২২) ছিল ২ হাজার ৫৯১”।

২০২১-২২ অর্থবছরের ৬-৭ মাসের তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে জিডিপির এ অস্থায়ী অনুমান করা হয়েছে।

এম এ মান্নান বলেন, “অনুমান অনুযায়ী ২০২১-২২ বিদায়ী অর্থবছরে জিডিপি বৃদ্ধির হার ৭ দশমিক ২৫ শতাংশ, যা গত অর্থবছরে ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।

বাংলাদেশের জিডিপি ২০২০-২১ অর্থবছরে ৪১৬ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০২১-২২ অর্থবছরে ৪৬৫ বিলিয়ন ডলার হয়েছে।

তিনটি প্রধান খাতের মধ্যে কৃষি খাতে ২ দশমিক ২০ শতাংশ, শিল্প খাতে ১০ দশমিক ৪৪ শতাংশ এবং সেবা খাতে ৬ দশমিক ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।