বেইজিংপন্থী জন লি হংকং-এর নতুন নেতা নির্বাচিত

হংকংয়ের প্রধান নির্বাহীর নির্বাচনে নিজের জয়ের ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে হাত নাড়ছেন জন লি। ৮ মে ২০২২।

রবিবার হংকং-এর পরবর্তী নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন জন লি। বহুলাংশেই বেইজিং পন্থী এক নির্বাচন কমিটির ৯৯ শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি।

নির্বাহী নির্বাচনে ১,৪১৬টি ভোট পান লি। জয়ের জন্য প্রয়োজন ৭৫১ ভোটের চেয়ে তা অনেক বেশি। নির্বাচন কমিটির প্রায় ১,৫০০ সদস্য রবিবার সকালে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন।

নির্বাচনের একমাত্র প্রার্থী হিসেবে লি-র জয় প্রত্যাশিত ছিল। বিশেষ করে এই কারণে যে, তিনি বেইজিংয়ের সমর্থনপুষ্ট প্রার্থী ছিলেন। গত মাসে তার প্রার্থীতার সমর্থনে তিনি নির্বাচন কমিটির ৭৮৬ জনের কাছ থেকে মনোনয়ন লাভ করেছিলেন।

হংকং এর নির্বাচনী আইনে গত বছর বড় ধরনের রদবদলের পর এই নির্বাচন অনুষ্ঠিত হল। সেই রদবদলে নিশ্চিত করা হয়েছিল যে শুধুমাত্র বেইজিংয়ের প্রতি অনুগত “দেশপ্রেমিকরাই” ক্ষমতায় বসতে পারবে। আইনসভায়ও পরিবর্তন আনা হয়, যার ফলে বিরোধীদের কন্ঠ প্রায় পুরোপুরি রোধ করা হয়েছে।

পূর্বনির্ধারিত এই ফলাফলকে ঘিরে এই বিস্তৃত আয়োজন গণতন্ত্রের ছদ্মবেশ ধারণের বেইজিংয়ের ইচ্ছাকেই ব্যক্ত করে। গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিলেও, হংকংয়ের নির্বাচকদের সকলকেই সতর্কতার সাথে পরীক্ষা-নিরীক্ষা করে নির্ধারণ করা হয়েছে।

“এক দেশ, দুই নীতির” মূলকাঠামোর ভিত্তিতে ১৯৯৭ সালে হংকংকে চীনের মূল ভূখন্ডের কাছে হস্তান্তর করে ব্রিটেন। সেই নীতিতে অঙ্গীকার করা হয়েছিল যে, শহরটিকে বিশেষ কিছু স্বাধীনতা দেওয়া হবে যেগুলো চীনের মূল ভূখন্ডে নেই – যেমন বাকস্বাধীনতা এবং সমাবেশের স্বাধীনতা।

তবে সমালোচকরা বলছেন যে, ব্রিটেনের এই সাবেক উপনিবেশে বেইজিং আরও অধিক মাত্রায় নিয়ন্ত্রণ আরোপ করায় সেসব স্বাধীনতার অবক্ষয় হয়েছে।